প্রতিবেদন : চাকরি নিয়ে চক্রান্তের মাঝে উঠে এল একটি নাম। পঙ্কজ বনশল। কে এই পঙ্কজ বনশল? কেন তার নাম সুপ্রিম কোর্টে দেওয়া হয়নি? কেন তার বিরুদ্ধে সিবিআই কোনও তদন্ত করেনি? চাকরিহারাদের মুখেও এই নামটি ঘুরেফিরে আসছে। প্রশ্ন, চক্রান্তের পিছনে পঙ্কজের গাজিয়াবাদের ছাদে পাওয়া ওএমআর শিটই কী রয়েছে?
আরও পড়ুন-নবান্ন থেকে নজরদারি
কে এই পবন বনশল? তার কথা জানতে গেলে আগে জানতে হবে এসএসসি পরীক্ষার ওএমআর শিটের দায়িত্ব দেওয়া হয়েছিল নাইসাকে। নাইসা আবার সেই দায়িত্ব সাবলেট করে দেয় স্ক্যানটেক নামে আর এক সংস্থাকে। সিবিআই বাংলায় তদন্তে নেমে ওএমআর শিটের সন্ধানে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে যায়। গাজিয়াবাদে পঙ্কজের বাড়ি থেকে নাকি বাংলার এসএসসি পরীক্ষার ওএমআর শিট পাওয়া গিয়েছে। তখন সিবিআইয়ের বক্তব্য কী ছিল? সিবিআই বলেছিল, ওএমআর শিটগুলি নাকি পঙ্কজের বাড়ির ছাদ থেকে পাওয়া গিয়েছে। প্রশ্ন ১. ওএমআর শিটগুলি ছাদে ফেলে রাখা সত্ত্বেও কীভাবে অক্ষত রইল? প্রশ্ন ২. ওই ওএমআর শিটগুলি বাংলার এসএসসি পরীক্ষারই তার কী প্রমাণ আছে? প্রশ্ন ৩. চক্রান্ত করে ছাদে পাওয়া ওএমআর শিটগুলির বদলে অন্য ওএমআর শিট ঢুকিয়ে দেওয়া হয়নি তো? প্রশ্ন বহু জায়গায়। প্রশ্ন চাকরিহারাদের।