ওড়িশা এবং হিমাচল প্রদেশের শিমলায় স্ক্রাব টাইফাসের (Scrub typhus) আতঙ্ক ছড়িয়ে পড়ছে ক্রমশ। ওড়িশায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হিমাচল প্রদেশের সিমলায় স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৯জন। ওড়িশার বরগড় জেলার মুখ্য মেডিক্যাল এবং জনস্বাস্থ্য আধিকারিক সাধুচরণ দাস জানিয়েছেন, সম্প্রতি জেলায় যে পাঁচ জন মারা গিয়েছেন, তাঁরা স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। মৃত পাঁচ জন জেলার সোহেলা, আটাবিরা, ভেদেন এবং বরপালি ব্লকের বাসিন্দা বলে জানিয়েছে জেলা প্রশাসন।
হিমাচল প্রশাসনের তরফে জানা গিয়েছে, রাজ্যের প্রায় ২৯৫ জন বাসিন্দা স্ক্রাব টাইফাসের (Scrub typhus) উপসর্গ নিয়ে বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
স্ক্রাব টাইফাস কী?
মাইট নামে অতিক্ষুদ্র একটি জীব কামড়ালে ব্যাকটেরিয়াঘটিত এ রোগ হয়। যার জন্য দায়ী ওরিয়েন্সিয়া শুশুগামুসি নামের একটি ব্যাকটেরিয়া। দেখতে ছোট পোকার মতো হলেও আদতে মাইট কোনো পোকা নয়। আকারে ০.২ মিলিমিটার থেকে ০.৪ মিলিমিটার মাপের হয় এটি। এর লার্ভা থেকে এই রোগ ছড়ায়।
আরও পড়ুন-মণিপুরে দুষ্কৃতীদের তাণ্ডবে প্রাণ গেল পুলিশ কর্মীর, জখম ২
স্ক্রাব টাইফাসের লক্ষণ
১. সাংঘাতিক মাথা ব্যথা
২. হাই-ফিভার
৩. পিঠে ও বুকে র্যাশ
৪. লো ব্লাড প্রেশার
৫. উজ্জ্বল আলোর দিকে চোখ মেলে তাকাতে না পারা
৬. পেশিতে তীব্র যন্ত্রণা
সাধারণত গ্রামের কৃষিজমিতে এই ধরনের পোকা দেখা যায়। যদিও শহুরে এলাকায় বাড়ি বা অ্যাপার্টমেন্টে ছোট ঝোপঝাড়, গাছপালা কিংবা পোষ্যের গায়ে এই ধরনের পোকার দেখা হামেশাই মেলে। সাধারণত বর্ষায় এই রোগের প্রকোপ বাড়ে।