সংবাদদাতা, নদিয়া : সীমান্ত এলাকার মানুষের সুবিধার্থে কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে শুক্রবার ৩ প্রকল্পের উদ্বোধন করলেন কৃষ্ণনগর সদরের মহকুমা শাসক (SDO) শারদ্বতী চৌধুরী। সূচনায় ছিলেন বিডিও সৌগতকুমার সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস-সহ অন্যরা। সভাকক্ষ সংস্কার-সহ একটি ক্যাফেটেরিয়া এবং ওয়াটার এটিএম চালু হল ১০ লক্ষ টাকা ব্যয়ে।
আরও পড়ুন-সেই হার মহামেডানের
এই বিডিও অফিসে দূরদূরান্তের বহু মানুষ কাজের জন্য আসেন। তাঁরা যাতে খাবার-সহ বিশুদ্ধ পানীয় জল পান সেই ভাবনায় ৪ লক্ষ টাকায় গড়া হয় ‘ক্যাফে কৃষ্ণগঞ্জ’। স্বনির্ভর গোষ্ঠী নারী প্রগতি সংঘ সুলভ মূল্যে খাবার বিক্রির দায়িত্ব পেয়েছে। সাড়ে ৩ লক্ষে ওয়াটার এটিএম, ২ লক্ষে সংস্কার করা হয়েছে সভাকক্ষের।