প্রতিবেদন : চলতি বছরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর গতিপথ বাড়তে চলেছে। ফুলবাগান ছাড়িয়ে শিয়ালদহ স্টেশন ছুঁতে চলেছে মেট্রো। স্টেশনের পরিকাঠামো কার্যত শেষ। এখন কমিশনার অফ রেলওয়ে সেফটির সবুজ সংকেত পেলেই চালু হয়ে যাবে ট্রেন চলাচল। মেট্রোর হাত ধরেই বদলে যাচ্ছে গোটা শিয়ালদহ স্টেশন চত্বরের মানচিত্র। মাটির ওপরের কাজ প্রায় শেষের মুখে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, স্টেশনে ঢোকার গেট থেকে শুরু করে পার্কিং লট, সবের কাজই প্রায় শেষ। এখন চলছে সাজানোর কাজ।
খুব শীঘ্রই স্টেশন চত্বরের রাস্তাঘাটের খোলনলচে বদলে ফেলা হবে।
আরও পড়ুন-আন্দোলন প্রত্যাহার ছন্দে আর জি কর
সূত্রের খবর আগামী এক মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে শিয়ালদহ স্টেশন। তার জেরেই বদলে যাবে গোটা স্টেশন চত্বর। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে শিয়ালদহ। এই স্টেশন ধরেই লক্ষ লক্ষ যাত্রী মেট্রো ব্যবহার করবেন এমনই আশা মেট্রো কর্তৃপক্ষের। যেহেতু মেট্রো স্টেশন আর রেল স্টেশন একই জায়গায় তাই যাত্রী পরিষেবায় দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। মাটির ১৬.৫ মিটার নীচে থাকছে মেট্রোর লাইন। শিয়ালদহ স্টেশনের পূর্বদিকে ফুলবাগান স্টেশন আর পশ্চিমে এসপ্ল্যানেড মেট্রো। যেহেতু এসপ্ল্যানেড জংশন স্টেশন হতে চলেছে, তাই ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা থাকছে শিয়ালদহ মেট্রো স্টেশনে। শহরতলির বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখান থেকেই মেট্রো ধরবেন। ফলে ভিড় নিয়ন্ত্রণের জন্যে প্রশস্ত জায়গা এবং যথাযথ ভাবে শিয়ালদহ স্টেশনের উত্তর, মেন এবং দক্ষিণের রেলওয়ে প্ল্যাটফর্মে পাঠানোর সব ব্যবস্থাই রাখা হচ্ছে।