সংবাদদাতা, ডায়মন্ড হারবার : একদিন পেরিয়ে যাওয়ার পরও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে হুগলি (Hoogly) নদীতে তলিয়ে যাওয়া দুই শিশুকন্যার খোঁজ মেলেনি। সোমবার দিনভর দফায় দফায় চলে তল্লাশি। সোমবার সকাল সাতটা থেকে সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা হুগলি নদীতে যৌথ তল্লাশি শুরু করে। নামানো হয় ডুবুরি।
আরও পড়ুন-কাউন্সিলরের উদ্যোগ ক্ষতিপূরণের ফর্ম বিলি
আকাশপথে তল্লাশির জন্য ড্রোনও ব্যবহার করা হয়। দুপুরে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের ১২ সদস্যের একটি দল দীর্ঘক্ষণ স্পিড বোটে তল্লাশি চালায়। সন্ধে পর্যন্ত খোঁজ মেলেনি। হুগলি নদীতে স্রোতের টান থাকায় সমস্যা হচ্ছে। তল্লাশি অভিযান তদারক করেন মহকুমা শাসক অঞ্জন ঘোষ, মহকুমা পুলিশ আধিকারিক মিতুন দে প্রমুখ।