সংবাদদাতা, আলিপুরদুয়ার : ধানপাকার মরশুম আসতেই বক্সার জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে পাকা ধানের লোভে হানা দিচ্ছে হাতির পাল। প্রতি বছর ওদের সঙ্গে অসম লড়াই করে মাঠের ফসল ঘরে তুলতে হয় গ্রামবাসীদের। হাতি তাড়াতে ওদের বড় ভরসা বন দফতরের দেওয়া সার্চ লাইট।
আরও পড়ুন-স্বাস্থ্যবিধি মেনে ভাঙা রাসে বিসর্জন
অনেক কাল আগে দেওয়া আলোগুলো বেশিরভাগ খারাপ হয়ে গিয়েছে। যেগুলো জ্বলে তাতে আলো এত কম যে, কাজে লাগে না। এই অসুবিধার কথা জানতে পেরেই বক্সা ব্যাঘ্রপ্রকল্পের দক্ষিণ রায়ডাক রেঞ্জের অফিসার শুভায়ু সাহা ছিপড়া বনসুরক্ষা কমিটির ১৭৬ সদস্যের হাতে সার্চলাইট তুলে দিলেন।
বনসুরক্ষা কমিটির সভাপতি মতিলাল দেবনাথ জানান, সারা বছর হাতির হানা লেগেই থাকে। অন্ধকারে হাতির গতিবিধি বোঝা কঠিন। সার্চ লাইট অনেক দূর পর্যন্ত আলো ছড়ায় বলে হাতির গতিবিধি বুঝতে সুবিধা হয়।