নাশকতা রুখতে তল্লাশি

আলিপুরদুয়ার জেলায় আন্তর্জাতিক সীমান্ত ও আন্তঃরাজ্য সীমানা রয়েছে, তাই সবসময়ই এই জেলার নিরাপত্তা নিয়ে জেলা পুলিশকে একটু বেশি ভাবতে হয়

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : সাধারণতন্ত্র দিবসে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় আরও জোর দেওয়া হল নাকা তল্লাশিতে। যেহেতু আলিপুরদুয়ার জেলায় আন্তর্জাতিক সীমান্ত ও আন্তঃরাজ্য সীমানা রয়েছে, তাই সবসময়ই এই জেলার নিরাপত্তা নিয়ে জেলা পুলিশকে একটু বেশি ভাবতে হয়। আর প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসের সময় সেই নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা হয়।

আরও পড়ুন-টোটো চালিয়ে দিনযাপন তৃণমূল কাউন্সিলর শ্যামলের

অতীতে পাশের বিজেপি শাসিত রাজ্য অসম থেকে বহুবার এই জেলায় নাশকতা ঘটানোর চেষ্টা করেছিল বিচ্ছিন্নতবাদীরা, কিন্তু জেলা পুলিশের সতর্ক নজর বারে বারে তা রুখে দিয়েছে। আসাম বাংলা আন্তঃরাজ্য সীমানায় পাকড়িগুড়িতে জেলা পুলিশের নাকা চেকিং চলছে দিন রাত চব্বিশ ঘণ্টা। আগামিকাল থেকে স্নিফার ডগ দিয়ে তল্লাশি শুরু হবে জেলার বিভিন্ন প্রান্তে। যাতে কোনওরকম নিরাপত্তা বিষয়ক সমস্যার উদ্রেক না হয়। এই বিষয়ে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, প্রজাতন্ত্র দিবস মাথায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে সর্বত্র, আগামিকাল থেকে পুলিশ কুকুরও নামানো হবে তল্লাশির জন্য।

Latest article