সেবাশ্রয়-২ : উপস্থিতি ১৩ হাজার ছাড়াল

Must read

প্রতিবেদন : পয়লা ডিসেম্বর থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের সাত বিধানসভা কেন্দ্রে ফের শুরু হয়েছে সেবাশ্রয় ২ (Sebaashray 2)। বুধবার, সেবাশ্রয় ক্যাম্পের তৃতীয় দিনে ২৭টি স্বাস্থ্যশিবিরে মোট ৬০১৫ জন চিকিৎসার জন্য নাম নথিভুক্ত করেছেন। সূচনার পর প্রথম তিনদিনে সেই সংখ্যাটা ১৩,০১৭! ৩,৯৭৪ জনকে চিকিৎসার পর বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হয়েছে। ৪,০৯১ জনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে হয়েছে। ১৭৭ জনকে পরিস্থিতি বুঝে বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে। ডায়মন্ড হারবারবাসীর জন্য ‘সকলের সুরক্ষা, আমাদের অঙ্গীকার’ শপথেই চলছে সেবাশ্রয় ২-এর (Sebaashray 2) এই পথচলা।

আরও পড়ুন-চিল-শকুন উড়ুক আকাশে মাটিতে নেত্রী আছেন পাশে

Latest article