১ ডিসেম্বর থেকে শুরু ‘সেবাশ্রয় ২’, জানালেন অভিষেক

Must read

এক জেলা থেকে আরেক জেলায় সাধারণ মানুষে এসেছিলেন সেবাশ্রয়ের জন্যে। উপকৃতও হয়েছিলেন তাঁরা। লক্ষ লক্ষ মানুষ এই শিবিরে চিকিৎসা করিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। লক্ষ লক্ষ মানুহের বিশ্বাস, আস্থা ও ভরসার নির্ভরযোগ্য সেবাস্থল হয়ে উঠেছিল সেবাশ্রয়। আর সেই কারণে আবারও চালু হচ্ছে ‘সেবাশ্রয় ২’ (sebaashray 2)। জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ। ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই ক্যাম্প।

সোশ্যাল মিডিয়ায় অভিষেক জানিয়েছেন, “মানবসেবার কর্তব্যকে শিরোধার্য করে, স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারকে নিশ্চিত করতে আমি ‘সেবাশ্রয়’-এর উদ্যোগ গ্রহণ করেছিলাম। ডায়মন্ড হারবার লোকসভার সকল নাগরিক-সহ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য-পরিষেবা দিতে পেরে আমি অন্তরের অন্তস্তল থেকে খুশি হয়েছিলাম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের বিশ্বাস, আস্থা ও ভরসার নির্ভরযোগ্য সেবাস্থল হয়ে উঠেছিল ‘সেবাশ্রয়’। কথা দিয়েছিলাম, আবারও এই ‘সেবাশ্রয়’ ফিরবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সেবার্থে আবারও শুরু হচ্ছে ‘সেবাশ্রয় ২’ (sebaashray 2)। ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ‘সেবাশ্রয় ২’-এর স্বাস্থ্য শিবিরগুলি চলবে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা জুড়ে চলবে মেগা ক্যাম্প। স্বাস্থ্য শিবিরগুলি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। সাধারণ মানুষের সেবা এবং আর্ত-দুঃস্থ মানুষের আশ্রয় – এই আদর্শকে পাথেয় করেই দ্বিতীয়বারের ‘সেবাশ্রয়’ ফিরছে আপনাদের জন্য।
সকলের সুস্বাস্থ্য, আমাদের অঙ্গীকার।”

আরও পড়ুন-এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত, জারি নির্দেশিকা

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্য শীবিরগুলি চালু থাকবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা ভিত্তিক সেবাশ্রয় ২-এর স্বাস্থ্য শিবিরগুলির নির্ধারিত সূচি

১-৭ ডিসেম্বর- মহেশতলা বিধানসভা
৮-১৪ ডিসেম্বর- মেটিয়াব্রুজ বিধানসভা
১৫-২১ ডিসেম্বর বজবজ বিধানসভা
২২-৩০ ডিসেম্বর বিষ্ণুপুর বিধানসভা
২-৮ জানুয়ারি সাতগাছিয়া বিধানসভা
৯-১৫ জানুয়ারি ফলতা বিধানসভা
১৬-২২ জানুয়ারি ডায়মন্ড হারবার বিধানসভা

মেগা ক্যাম্প
২৪ জানুয়ারি ২০২৬ থেকে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভাজুড়ে মডেল স্বাস্থ্য শিবিরে মেগা ক্যাম্প।

সেবাশ্রয় ২ থেকে কী কী সুবিধা মিলবে
⦁ বিনামূল্যে ওষুধ, বিশেষক্ষেত্রে চশমা, শ্রবণযন্ত্র প্রদান
⦁ অ্যাপভিত্তিক রেজিস্ট্রেশন এবং রিয়েলটাইম আপডেট
⦁ সহায়তা কেন্দ্র
⦁ রেফারেল পরিষেবা
⦁ সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির
⦁ তৎক্ষণাৎ ডায়াগনস্টিক টেস্ট

Latest article