প্রতিবেদন : সেবাশ্রয় (Sebaashray) প্রতিদিন একটি করে মাইলফলক পেরিয়ে যাচ্ছে। ডায়মন্ড হারবারে সেবাশ্রয় সুস্বাস্থ্য শিবির শুরু হয়েছিল একটি মিশন হিসাবে, তা বর্তমানে পরিণত হয়েছে একটি আন্দোলনে। সেবাশ্রয় এখন হেলথ কেয়ারের মডেল।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের দুয়ারে দুয়ারে বিনামূল্যে অত্যাধুনিক স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়ার প্রয়াস নিয়েছেন। তার সাফল্যে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সেবাশ্রয় প্রথম সপ্তাহেই ছাপিয়ে গিয়েছে প্রত্যাশাকেও৷ সেবাশ্রয় (Sebaashray) জীবনকে এমনভাবে স্পর্শ করেছে, যা আমরা কল্পনাও করতে পারিনি।
অষ্টম দিনে সেবাশ্রয়ে পরিষেবা পেয়েছেন ৩৪,৫০৬ জন। ২০,০৬৮ জনের ডায়াগনস্টিক টেস্ট করা হয়েছে। ২৩,৭৮১ জন মানুষ বিনামূল্যে ওষুধ পেয়েছেন। জটিল ক্ষেত্রে উন্নততর চিকিৎসার অন্য হাসপাতালে রেফার করা হয়েছে ২৬৯ জনকে।
এদিন ৭ বছর বয়সী শিশুর গলায় কয়েন আটকে গিয়েছিল। সেবাশ্রয় শিবিরের দ্রুত পদক্ষেপে প্রাণঘাতী পরিস্থিতি থেকে রক্ষা পায় শিশুটি। বসুলডাঙ্গার সেবাশ্রয় শিবির গুরুত্বপূর্ণ চিকিৎসা সহায়তা প্রদান করে শিশুটির জীবন রক্ষা করে। এদিনই নারায়ণপুরের শ্যামলী মণ্ডল সেবাশ্রয়ে এসে অচেতন হয়ে পড়েছিলেন। উপস্থিত চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকদের তৎপরতায় সুস্থ হন। লক্ষ্মণপুরের তপনকুমার অধিকারী বাম পায়ে পক্ষাঘাত নিয়ে এসেছিলেন সেবাশ্রয়ে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে ডায়মন্ড হারবার হাসপাতালে রেফার করা হয়।
বুধবারই সেবাশ্রয়ের পরিষেবা একলক্ষ পার করেছিল। মানুষ কুর্নিশ জানাচ্ছ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন- কাজের ধরন বদল, ২০৩০ সালের মধ্যে হারিয়ে যাবে ৯ কোটি ২০ লক্ষ চাকরি