প্রতারণার অভিযোগ! অনিল আম্বানিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ সেবির

Must read

প্রতারণার অভিযোগে এবার অনিল আম্বানিকে (Anil Ambani) ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল সেবি। পাশাপাশি তাঁকে ২৫ কোটি টাকা জরিমানাও করা হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া।

সেবির জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইনান্সের একাধিক শীর্ষ কর্তা, অনিল আম্বানি (Anil Ambani) এবং অন্য ২৪টি সংস্থাকে সরকারি নিয়ম না মেনে প্রতারণার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রিলায়েন্স হোম ফাইনান্সের প্রাক্তন কর্তা আগামী ৫ বছর সিকিউরিটিজ মার্কেটের সঙ্গে কোনওভাবে যুক্ত থাকতে পারবেন না। একইসঙ্গে সেবির তালিকাভুক্ত কোনও পাবলিক কোম্পানির কোনও পদে থাকতে পারবেন না তিনি।

আরও পড়ুন- ৪০ জন যাত্রী নিয়ে নেপালের নদীতে বাস, বাড়ছে মৃতের সংখ্যা

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে অনিল-সহ মোট ৩ জনের বিরুদ্ধে বেআইনিভাবে রিল্যায়েন্স হোম ফিনান্স সংস্থার তহবিল থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এরপরই তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

Latest article