শেয়ারে বিনিয়োগকারীদের প্রভাবিত করেছেন, মোদি-শাহের বিরুদ্ধে সেবি-তে তৃণমূল

Must read

শেয়ার বাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করার অভিযোগ এনে মোদি-শাহের বিরুদ্ধে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র দ্বারস্থ তৃণমূল কংগ্রেস (TMC- SEBI)। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে দেশবাসীকে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য প্রভাবিত করেছিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী। এর জেরে একদিনে দেশবাসীর ক্ষতি হয়েছে ৩০ লক্ষ কোটি টাকার।

সেবি-র চেয়ারপার্সন মাধবী পুরী বুচকে চিঠি পাঠিয়ে পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ সাকেত গোখেল। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের কথা বলে মানুষকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে বলেছিলেন মোদি-শাহ। তাঁদের এই মন্তব্যের মাধ্যমে শেয়ারবাজারে কোনও কারচুপি হয়েছে কি না তার তদন্ত প্রয়োজন। একইসঙ্গে ৩ এবং ৪ জুন শেয়ার বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল তার সঙ্গে মোদি-শাহ বা বিজেপির সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোনও সংস্থা মুনাফা লাভ করেছে কি না, তা খতিয়ে দেখতে হবে৷

আরও পড়ুন- মাঝ আকাশ থেকে নিখোঁজ বিমান! হদিশ নেই মালওয়ির ভাইস প্রেসিডেন্টেরও

মোদি ৪ জুনের আগে শেয়ার কিনে রাখার প্রস্তাব দিয়েছিলেন। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, ৪ জুনের পর নাকি বাজার চড়বে। কিন্তু তা হয়নি। বাস্তবে বুথফেরত সমীক্ষাও মোদি সরকারের বিপুল আসনে জিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়ার পরে নজিরবিহীন উচ্চতায় পৌঁছে গিয়েছিল সূচক। কিন্তু ফল প্রকাশের দিন সেনসেক্স ৪৩৮৯ পয়েন্ট পড়ে যায়, বিনিয়োগকারীদের ৩০ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়।

এর আগেও ৫ জুন সেবির দ্বারস্থ হয় তৃণমূল সাংসদ সাকেত। ভুয়ো বুথফেরত সমীক্ষার মাধ্যমে কারসাজি করে সূচককে তোলা হয়েছিল কি না, তা নিয়ে তদন্তের দাবি তুলে সেবি-র (TMC- SEBI) চেয়ারপার্সনকে চিঠি পাঠিয়েছিলেন সাকেত তিনি। এবার আবারও পূর্ণ তদন্তের দাবি জানালেন সাকেত।

Latest article