তদন্তে আরও ৬ মাস সময় চাইল সেবি

Must read

প্রতিবেদন : আদানিকাণ্ডের তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় চাইল বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি (SEBI- Adani report)। শনিবার সুপ্রিম কোর্টে ৬ মাস সময় বাড়ানোর জন্য আবেদন করেছে সংস্থাটি৷ আদানিকাণ্ডে সেবির অভ্যন্তরীণ তদন্ত ৬০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগে আবার সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল সেবি। এদিন সেবি (SEBI- Adani report) তার আবেদনে জানিয়েছে, আদানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি যথেষ্ট জটিল। তাই তদন্ত শেষ করতে আরও সময় প্রয়োজন। অন্যদিকে, ২ মার্চ সর্বোচ্চ আদালত আদানি-হিন্ডেনবার্গ কাণ্ডের তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএম সাপ্রের নেতৃত্বে এক বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। আদালত নিযুক্ত ৬ জনের সেই কমিটিতে রয়েছেন ওপি ভাট, বিচারপতি জেপি দেবধর, কে ভি কামাথ, নন্দন নিলেকানি এবং সোমশেখরন সুন্দরেশন। প্রাক্তন বিচারপতি সাপ্রে চলতি সপ্তাহের শুরুতেই তদন্তের কাজে সেবির সদর দফতরে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি  হিন্ডেনবার্গের পক্ষ থেকে প্রকাশিত রিপোর্টে অভিযোগ করা হয়, আদানি গোষ্ঠীর শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে। বিদেশে শেল কোম্পানি খুলে বেনামে নিজেদের শেয়ারই কিনেছে আদানি গোষ্ঠী। ওই অভিযোগের পরেই গোটা বিশ্বে শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন- নতুন করে সংঘর্ষ মণিপুরের চূড়াচাঁদপুরে

Latest article