ভারতে দ্বিতীয় মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ এবার কেরলে

ভারতে আরও একজন মাঙ্কিপক্স (Monkeypox) আক্রান্তের নজির মিলল। এবার কেরলের এক যুবকের শরীরে মাঙ্কিপক্স ভাইরাস পাওয়া গিয়েছে।

Must read

ভারতে আরও একজন মাঙ্কিপক্স (Monkeypox) আক্রান্তের নজির মিলল। এবার কেরলের এক যুবকের শরীরে মাঙ্কিপক্স ভাইরাস পাওয়া গিয়েছে। ৩৮ বছরের ওই যুবক সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছিলেন। বিদেশ থেকে ফেরার পর তিনি আইসোলেশনে ছিলেন বলেই খবর। তবে আপাতত মাঞ্জেরি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন-”সিপিএম যে কি ভয়ানক প্রাণী”,মীনাক্ষীর সিবিআই অফিসে যাওয়া নিয়ে আশাবাদী দেবাংশু

সূত্রের খবর, যুবকের বাড়ি মালাপ্পুরমে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফেরার পর তাঁর শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দেওয়ায় দেওয়ায় তিনি নিজেকে পরিবারের থেকে আলাদা করে নেন। পরিস্থিতি গুরুতর হলে তিনি হাসপাতালে ভর্তি হন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কেরলের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যবাসীকে মাঙ্কিপক্সের কোনও লক্ষণ থাকলে চিকিৎসককে দেখানোর আবেদন করেছেন। স্বাস্থ্য দফতরকে জানানোর কথাও বলেন তিনি।

প্রসঙ্গত, এর আগে পশ্চিম আফ্রিকা ফেরত দিল্লির এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন।

Latest article