রবিবার আটঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

Must read

প্রতিবেদন : রক্ষণাবেক্ষণের জন্য আগামী রবিবার আটঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Vidyasagar Bridge)। জানা গিয়েছে ওইদিন সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত সেতুতে বন্ধ রাখা হবে যান চলাচল। শুক্রবার এক বিজ্ঞপ্তি দিয়ে লালবাজারের তরফে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Vidyasagar Bridge)। এর ফলে যানজট হবে তা স্বাভাবিক। তাই যানজট এড়াতে বিকল্প পথের ব্যবস্থা করেছে লালবাজার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এজেসি বোস রোড থেকে সেতুর দিকে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে দেওয়া হবে গ্রেড রোড–হেস্টিংস ক্রসিংয়ের দিকে। হাওড়া ব্রিজ বা কে পি রোড ধরে খিদিরপুর রুটের দিকে যাওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন-প্যাটি বিক্রেতাদের উপর হামলা চালানো দুষ্কৃতীদের সংবর্ধনা, তোপ দাগল তৃণমূল

অপরদিকে, খিদিরপুর-সিজিআর রোড থেকে সেতুর দিকে আসা সব গাড়িকে হেস্টিংস ক্রসিংয়ে বাম দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড থেকে হাওড়া ব্রিজ হয়ে গন্তব্যে যেতে হবে গাড়িগুলিকে। খিদিরপুর রোড থেকে যে গাড়িগুলো আসবে সেগুলোকে ঘোড়া পাসের ওয়াই পয়েন্টের র্যা ম্প ধরতে হবে। খিদিরপুর রোডের ওয়াই পয়েন্ট থেকে গাড়ি ঘুরিয়ে ১১ ফার্লং রোডের দিকে ছাড়া হবে। পরে রেড রোড ধরে হাওড়া ব্রিজ যেতে পারবে।

Latest article