১৭ ঘণ্টা বন্ধ থাকবে হুগলি সেতু! রইল বিকল্প পথ

Must read

রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (second hooghly bridge)। সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জেরে রবিবার ভোর ৫টা থেকে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (second hooghly bridge)। ১৭ ঘণ্টা বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। হাওড়া-কলকাতাকে সংযোগকারী এই সেতু যাতায়াতের অ‍ন‍্যতম প্রাণকেন্দ্র। তবে রবিবার বিদ‍্যাসাগর সেতুর পরিবর্তে নিতে হবে অন‍্য রাস্তা।

১) এজেসি রোড থেকে আসা গাড়িগুলি হেস্টিংস ক্রসিং হয়ে জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ দিয়ে চলাচল করবে।
২) হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড ধরে সিজিআর রোড ব্যবহারকারীদের হাওড়া ব্রিজে পৌঁছবে।
৩) কেপি রোড ব্যবহারকারীদের ১১ ফার্লং গেট হয়ে কেপি রোড থেকে রেড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠবে।
৪) খিদিরপুর দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সকল ধরণের যানবাহন পূর্বমুখী হলে হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে মোড় নিয়ে সেন্ট জিওর্জেস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে যাওয়া যাবে।

আরও পড়ুন- ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

বয়সের নিরিখে বিদ্যাসাগর সেতু ৩৩ বছরে পা রেখেছে। ৮২৩ মিটার দীর্ঘ এই সেতুটি ভারতে দীর্ঘতম কেবল সেতু। রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল। সব রকম গাড়ির জন্যই জারি নিয়ম। কোনও গাড়িই সেদিন দ্বিতীয় হুগলি সেতু দিয়ে গঙ্গাপার হতে পারবে না। যে গাড়িগুলি দ্বিতীয় হুগলি সেতু ধরার কথা, সেই গাড়িগুলি হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বিস্তারিত রুট জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ।

 

Latest article