প্রতিবেদন : উত্তরপ্রদেশের ভাদোই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন ললিতেশপতি ত্রিপাঠী। নির্বাচনের ফলাফল আসার পর দেখা যাচ্ছে, দূরন্ত লড়াই করেছেন তৃণমূলের এই প্রার্থী। প্রায় ৩৯ শতাংশ ভোট পেয়েছেন তিনি। জয়ী বিজেপির প্রার্থী ভোট শতাংশ মাত্র ৪২। অর্থাৎ সামান্য এদিক-ওদিকেই জয় ছিনিয়ে নিতে পারতেন ললিতেশ। এই কেন্দ্রে তিনি দ্বিতীয় স্থানে। ভোট পেয়েছেন ৪,১৫,৯১০।
আরও পড়ুন-দিনের কবিতা
লক্ষ্যণীয় বিষয় হল, বহুজন সমাজ পার্টির প্রার্থী ললিতেশের থেকে কয়েক যোজন দূরে। তিনি প্রায় ২ লক্ষ ৬০ হাজারের কম পেয়েছেন ললিতেশের থেকে। তৃণমূলনেত্রী জানিয়েছিলেন, এই কেন্দ্রে দারুন লড়াই হবে। হয়েছেও তাই। যে পরিস্থিতি তৈরি করা গিয়েছে তাতে ললিতেশ জিতে যাওয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের কাছে এই ঘটনা উৎসাহের। তার কারণ, উত্তরপ্রদেশের মতো এলাকায় কোনও একটি কেন্দ্রে জয়ের কাছাকাছি চলে যাওয়া অবশ্যই রাজনৈতকভাবে তৃণমূলের অনেকটাই মনোবল বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে এখানে সংগঠন যে আরও মজবুত হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, উত্তরপ্রদেশের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠির নাতি ললিতেশ।