প্রতিবেদন: প্রথম স্ত্রীর (wife) সঙ্গে বিবাহবিচ্ছেদ না হলে দ্বিতীয় বিয়ের কোনও আইনসঙ্গত স্বীকৃতি নেই। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে অনুমতি নিয়ে যৌনমিলনও সেক্ষেত্রে পরিগণিত হবে ধর্ষণ হিসেবেই। সাফ জানিয়ে দিল তেলেঙ্গানা হাইকোর্ট। আদালতের মতে মিথ্যে বিয়ের দোহাই দিয়ে সহবাস ধর্ষণেরই সামিল।
আরও পড়ুন-সংসদে মোদি সরকারকে কোনঠাসা করতে কোমর বাঁধছে তৃণমূল কংগ্রেস
তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিচারপতি বি আর মধুসুূদন রাওয়ের ডিভিশন বেঞ্চে বিবাহবিচ্ছেদের একটি মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ আদালতের। বিচ্ছেদ চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন দ্বিতীয় স্ত্রী। তার অভিযোগ প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না হওয়া সত্তেও তাঁকে বিয়ে করেছিলেন স্বামী। প্রথম বিয়ের গোপন রাখা হয়েছিল তাঁর কাছে। দেওয়া হয়েছিল ভুল তথ্য।