ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং

ইতিমধ্যেই এসএসসিকে ধন্যবাদ জানিয়ে শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় আগেই সিলমোহর দিয়েছিলেন কলকাতা উচ্চ ন্যায়ালয়।

Must read

প্রতিবেদন : উচ্চ প্রাথমিকে ইতিমধ্যেই ৮,৭৪৯ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং সম্পূর্ণ হয়েছে। এঁদের মধ্যে ৬৬৭৭ জন নিয়োগ নিলেও বাকি ২০৭২ জন বিভিন্ন কারণে নিয়োগ নেননি। এবার সেই শূন্যপদেই ফের কাউন্সেলিং শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ডাকা হবে দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে কাউন্সেলিং। শীঘ্রই সূচি প্রকাশ করা হবে।

আরও পড়ুন-ইমন-বিক্রম দুই বাঙালি গর্বিত করে এগিয়ে অস্কারে

ইতিমধ্যেই এসএসসিকে ধন্যবাদ জানিয়ে শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় আগেই সিলমোহর দিয়েছিলেন কলকাতা উচ্চ ন্যায়ালয়। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা আর দ্রুততার সঙ্গে সাড়ে আট হাজারেরও বেশি কর্মপ্রার্থীকে কাউন্সেলিংয়ের মাধ্যমে ডেকে সাড়ে ছয় হাজারের বেশি হবু শিক্ষক-শিক্ষিকার হাতে ধরিয়ে দিয়েছেন অনুমোদনপত্র। এখন লক্ষ্য এই প্যানেল থেকে যতবার সম্ভব কাউন্সেলিং করে ঘোষিত শূন্যপদ দ্রুত পূরণ করা যায় সম্পূর্ণ স্বচ্ছতা এবং সততার সঙ্গে। আরও আলোকোজ্বল বাংলা গঠনের প্রতিশ্রুতি হয়ে উঠুক আমাদের সুস্পষ্ট পদক্ষেপ।

Latest article