মাধ্যমিকের ফল ৩ জুন

Must read

প্রতিবেদন : আগামী ৩ জুন শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল (Secondary Examination Result) ঘোষণা। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই ফল (Secondary Examination Result) ঘোষণা করা হবে। একই সঙ্গে ঘোষণা করা হবে মেধাভিত্তিক ফলের তালিকাও। এবছর পরীক্ষা হয়েছে অফলাইনে। করোনার সঙ্গে লড়াই করে বহু ছাত্রছাত্রী জীবনে তাদের প্রথম পরীক্ষায় বসে। করোনার জন্য গত দু’টি বছর অনলাইনে পরীক্ষা হয়েছিল। এজন্য কোনও মেধাতালিকা প্রকাশ করেনি পর্ষদ। এবার পরিস্থিতি বদলেছে। ফলে মেধাতালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এবছর ১১ লক্ষের বেশি পরীক্ষার্থী ছিল। মধ্যশিক্ষা পর্ষদ অত্যন্ত গুরুত্ব দিয়ে দ্রুত এই ফল প্রকাশ করতে চলেছে। পর্ষদ জানিয়েছে, সকাল ১০টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। চলতি বছরের ৭ মার্চ শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। ১৬ মার্চ ছিল পরীক্ষার শেষদিন। এ বছর করোনা পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই অফলাইনেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় মধ্যশিক্ষা পর্ষদ। এদিন পর্ষদের তরফে জানানো হয়েছে, ৩ জুন সকাল ১০টা থেকে অনলাইনে দেখা যাবে মাধ্যমিকের ফল। কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে, ইতিমধ্যেই তাও পর্ষদের তরফে জানানো হয়েছে। একনজরে দেখে নিন কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থী : www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in, www.exametc.com, www.schools9.com সহ আরও কয়েকটি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। এছাড়াও এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন: হাই মাদ্রাসায় রাজ্যে প্রথম সারিফা খাতুন

Latest article