মৃত সেনার তথ্য গোপন ? ইউক্রেনের রাস্তায় রুশ ভ্রাম্যমাণ চুল্লি

Must read

প্রতিবেদন : ভ্রাম্যমাণ গ্রন্থাগার, বিভিন্ন পণ্য বিক্রির চলমান গাড়ির সঙ্গে আমরা সকলেই পরিচিত। এবার দেখা মিলল ভ্রাম্যমাণ চুল্লির। এ ধরনের ভ্রাম্যমাণ চুল্লির দেখা মিলল ইউক্রেনের রাস্তায়। ইউক্রেনের (Ukraine) রাস্তায় রাশিয়ার যে সমস্ত সেনার মৃত্যু হয়েছে তাদের ট্রাকে তুলে সেখানেই পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে পুতিন সরকার। এ জন্যই ইউক্রেনের (Ukraine) রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই চলমান চুল্লি। ইউক্রেনের পাল্টা মারে দেশের কতজন সেনার মৃত্যু হয়েছে সে বিষয়টি গোপন রাখতে পুতিন সরকার এই কৌশল নিয়েছে।

জানা গিয়েছে, চলন্ত ট্রাকের মধ্যে যেমন বিপুল যুদ্ধাস্ত্র রয়েছে তেমনই তৈরি করে নেওয়া হয়েছে অস্থায়ী চুল্লি। ইউক্রেনের রাস্তায় এ ধরনের একাধিক চলমান চুল্লি ঘুরে বেড়াচ্ছে। ইউক্রেনের পাল্টা হামলায় কোনও রুশ সেনার নিথর দেহ পড়ে থাকতে দেখলেই তা ট্রাকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গেই চুল্লিতে পুড়িয়ে দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে ইউক্রেনের রাস্তায় যেমন অহরহ রাশিয়ার সাঁজোয়া গাড়ির দেখা মিলছে তেমনই রবিবার সকাল থেকে চলন্ত চুল্লি নিয়ে ইউক্রেনের রাস্তায় ঘুরতে দেখা গেল পুতিন বাহিনীকে।

আরও পড়ুন – বহু সাধারণ মানুষের মৃত্যু, শহর ধ্বংসস্তূপ

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই চলমান চুল্লির ছবি সামনে এসেছে। রাশিয়া যুদ্ধ শুরু করার পর থেকেই সাঁজোয়া গাড়ির আড়ালে এমন চলমান চুল্লি সাজানো ট্রাক ইউক্রেনের রাস্তায় নামিয়েছিল। তবে বিষয়টি ধরা যায়নি। কিন্তু রবিবার এই ভ্রাম্যমাণ চুল্লির বিষয়টি প্রকাশ্যে আসে।

কেউ কেউ অভিযোগ করেছেন, শুধু রুশ সেনাই নয়, গুরুতর জখম ইউক্রেনের সাধারণ মানুষকেও ট্রাকে তুলে পুড়িয়ে দিচ্ছে রাশিয়া। বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়া ইউক্রেনের কতটা ক্ষতি করছে সেই ছবি যাতে প্রকাশ্যে না আসে তার জন্যই এই কূট কৌশল নিয়েছে মস্কো।

Latest article