প্রতিবেদন : দিল্লিও জানে, বাংলায় কোনওভাবেই রাষ্ট্রপতি শাসন সম্ভব নয়। তাও বাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে বারবার রাষ্ট্রপতি শাসনের কথা তুলে হম্বিতম্বি করছেন গদ্দার অধিকারী। বৃহস্পতিবারও তমলুকের একটি সভায় রাষ্ট্রপতি শাসনের ফাঁকা আওয়াজ তুলেছেন গদ্দার। বিরোধী দলনেতার এহেন কুৎসিত রাজনীতিকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
আরও পড়ুন-ফের মাত্রাছাড়া অসভ্যতা বিজেপির
সাংবাদিক প্রশ্নে তিনি জানিয়েছেন, বিরোধী দলনেতাকে বলব, এখানে বসে বাজার গরম করছেন কেন? ক্ষমতা থাকলে দিল্লির নেতাদের দিয়ে ৩৫৬ ধারার কথা বলিয়ে দেখান! জারি করতে হবে না, মোদি-শাহকে দিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসনের কথা মুখ দিয়ে উচ্চারণ করিয়ে দেখান! ফালতু এখানে বসে বাজার গরম করবেন না। প্রাক্তন সাংসদের আরও সংযোজন, দিল্লিও জানে বাংলায় রাষ্ট্রপতি শাসন করা যাবে না। মণিপুর জ্বলছে, কিছু করতে পারেনি। অন্যান্য রাজ্যেও আইনশৃঙ্খলা বিপর্যস্ত। আর এখানে বাম-বিজেপির চক্রান্ত করা গন্ডগোল থামিয়েও বাংলা সবথেকে শান্ত।