ফেরাল পাক শিশুকে

Must read

প্রতিবেদন : শুক্রবার পাঞ্জাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল তিন বছরের এক পাকিস্তানি শিশু (Pakistan)। পরিবারের কাউকে দেখতে না পেয়ে শিশুটি প্রবল কান্নাকাটি করতে থাকে। বিষয়টি নজরে আসে ফিরোজপুর সেক্টরে টহলরত সীমান্তরক্ষী বাহিনীর ১৮২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের। তাঁরা বুঝতে পারেন কোনওভাবে শিশুটি পাকিস্তান (Pakistan) থেকে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে। শিশুটিকে উদ্ধার করার পর জওয়ানরা তাকে বিস্কুট ও জল খেতে দেন। শিশুটি একটানা কেঁদেই চলেছিল। নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারছিল না। জওয়ানদের বুঝতে অসুবিধা হয়নি শিশুটি খেলতে খেলতেই ভুল করে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকেছে। এর পরেই তাঁরা দ্রুত ব্যবস্থা নেন। যোগাযোগ করেন পাকিস্তানের রেঞ্জারদের সঙ্গে। এরপরেই বি​এসএফের আইন অনুযায়ী দুই দেশের কমান্ডারদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। রাত পৌনে ১০টা নাগাদ ওই শিশুটিকে পাকিস্তানের রেঞ্জারদের হাতে তুলে দেওয়া হয়। শিশুটিকে ফিরিয়ে দেওয়ার পর বিএসএফ এক বিবৃতিতে জানায়, ভুলবশত অনুপ্রবেশের ক্ষেত্রে সীমান্তরক্ষী বাহিনী সবসময়ই মানবিক দিক থেকে বিষয়গুলো বিবেচনা করে। ভারত–পাক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও এই ইতিবাচক ঘটনার তারিফ করেছে কূটনৈতিক মহল৷

আরও পড়ুন: ১৪৭ বছরের রেকর্ড গরম এবার জাপানে

Latest article