প্রশ্নে নিরাপত্তা, ট্রেনে যুবতীর শ্লীলতাহানি

যার ফলে মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারান যুবতী। তার কিছুক্ষণের মধ্যে ট্রেনটি কামাখ্যাগুড়ি স্টেশনে স্টপেজ দিতেই পালিয়ে যায় অভিযুক্ত যুবক।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : দিন দিন আরও আতঙ্কের হচ্ছে রেলযাত্রা। নিত্য দুর্ঘটনা তো আছেই, এরই মধ্যে তলানিতে ঠেকেছে যাত্রী নিরাপত্তা। চলন্ত ট্রেনের মধ্যেই এবার শ্লীলতাহানির শিকার যুবতী। মুখ পুড়ল উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের। সাপ্তাহিক ছুটি ও নবি দিবসের ছুটি কাটিয়ে মঙ্গলবার ভোরবেলা কোচবিহারের এক যুবতী অসম গ্রামীণ ব্যাঙ্কে নিজের কর্মস্থলে যাওয়ার জন্য আলিপুরদুয়ার জংশন থেকে গুয়াহাটিগামী আপ সিফুঙ এক্সপ্রেসে রওনা দেন। ভোরের ট্রেন থাকায় যাত্রীসংখ্যা ছিল খুব কম। ট্রেন ছাড়ার পরে, ফাঁকা কামরায় ওই যুবতীকে উত্ত্যক্ত করতে শুরু করে এক যুবক। এরপর ওই যুবতীর শ্লীলতাহানি করতে শুরু করে সে। ওই যুবকের হাত থেকে নিজেকে বাঁচাতে গিয়ে অসম লড়াই শুরু করেন যুবতী। পাশাপাশি সাহায্য চেয়ে চিৎকারও করেন তিনি। সেসময় ওই তরুণীর আর্ত চিৎকার শুনে পাশের কামরায় থাকা কিছু সহযাত্রী এগিয়ে এলে, ওই অভিযুক্ত যুবক তরুণীকে ধাক্কা মেরে ফেলে দেয়।

আরও পড়ুন-নতুন লড়াইয়ের আগে সতর্ক ডায়মন্ড হারবার

যার ফলে মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারান যুবতী। তার কিছুক্ষণের মধ্যে ট্রেনটি কামাখ্যাগুড়ি স্টেশনে স্টপেজ দিতেই পালিয়ে যায় অভিযুক্ত যুবক। সহযাত্রীদের অভিযোগ, ঘটনা নিয়ে অভিযোগ জানাতে গিয়ে ট্রেনের মধ্যে কোনও রেল পুলিশের দেখা পাননি তাঁরা। তখন তাঁরাই শুশ্রূষা করে ওই তরুণী জ্ঞান ফিরিয়ে আনেন। কিন্তু যুবতীর অবস্থার অবনতি ঘটতে থাকে। শেষে ট্রেনটি অসমের নিউ বঙ্গাইগাঁও স্টেশনে পৌঁছলে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রেল পুলিশের জওয়ানরা। রেল পুলিশ জখম তরুণীকে উদ্ধার করে বঙ্গাইগাঁওয়ের একটি সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। মাথায় আঘাত পাওয়ায়, এই মুহূর্তে ওই যুবতীর অবস্থা আশঙ্কাজনক। আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‍‘‘ট্রেনটি ভোর ৩.৩০টা নাগাদ আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে ছেড়ে যায়। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং যুবতীর মোবাইলটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।’’

Latest article