জলপাইগুড়িতে নিরাপত্তা বাড়ছে

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : অপরাধ রুখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিটি এলাকায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। জলপাইগুড়ি (Jalpaiguri) শহরকে নতুনভাবে গড়ে তুলতে নিরাপত্তা একটি উল্লেখযোগ্য বিষয়, তাই এই ব্যবস্থা। পাশাপাশি জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের নিকাশি ব্যবস্থা এবং পানীয় জলের সমস্যা মেটানো মূল উদ্দেশ্য বলে জানালেন পুরসভার নবনিযুক্ত চেয়ারম্যান পাপিয়া পাল। পাশাপাশি তিনি বলেন, ‘‘গত দু’বছরে পুরসভার রাজস্ব তেমন আসেনি। তাই বকেয়া রাজস্ব নিয়েও পরিকল্পনা করতে হবে।” পুরসভার অর্ধসমাপ্ত কাজগুলি দ্রুত হবে। যেমন বেশ কিছু বিল্ডিং, যেগুলোর কাজ প্রায় ৭০℅শতাংশ শেষ হয়ে গিয়েছে। শহরের পুরনো বাতিগুলি খুলে গোটা শহরকে এলইডি দিয়ে সাজানো হবে। তাতে বিদ্যুৎ খরচও যেমন বাঁঁচবে তেমনই আলো আরও বাড়বে। তবে সবকিছু পুরসভার পক্ষে করা হবে।

Latest article