বর্ষবরণে শহর জুড়ে কড়া নিরাপত্তা

উৎসবের আবহে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কলকাতা পুলিশ।

Must read

বড়দিনের (Christmas) আমেজের মধ্যেই এবার বর্ষবরণ। প্রতি বছরেই এই সময়ে বিপুল পরিমান জনসমাগম দেখা যায় পার্কস্ট্রিট, ভিক্টোরিয়া, আলিপুর চিড়িয়াখানা, ইকো পার্ক সহ শহরের বিভিন্ন জায়গায়। শহরতলি থেকেও প্রচুর মানুষ আসেন কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে। উৎসবের আবহে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কলকাতা পুলিশ। তাছাড়া কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে জঙ্গিরা। এই অবস্থায় পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া-সহ বেশ কিছু এলাকায় একজন অতিরিক্ত কমিশনার পদমর্যাদা অফিসারের অধীনে থাকছেন যুগ্ম কমিশনার পদমর্যাদা ২ অফিসার। এছাড়া থাকছে বিশেষ টিম। তাদের নেতৃত্ব দেবেন ডেপুটি কমিশনার পদমর্যাদা ১২ জন অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা ২৩ জন অফিসার। ৭০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকছেন।

আরও পড়ুন-সমবায় ভোটে জয় তৃণমূলের

শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র থাকছে। থাকবে ১১ ওয়াচ টাওয়ার। এছাড়াও কুইক রেসপন্স টিম, পিসিআর ভ্যান-সহ মহিলা পুলিশ কর্মীরাও নিরাপত্তার দায়িত্বে থাকছেন। বাড়তি নজরদারির জন্য সাদা পুলিশের কর্মীরা মোতায়েন থাকছেন। বর্ষবরণের এই সময়টাতে ব্যাপক ভিড় দেখা যয়া কলকাতা মেট্রোতেও। আরপিএফ ছাড়াও মেট্রোতে বিশেষ নজর থাকছে কলকাতা পুলিশের। সবমিলিয়ে গোটা শহরের নানা প্রান্তে নিরাপত্তার দায়িত্বে থাকছেন কমপক্ষে সাড়ে ৪ হাজার পুলিশ কর্মী।

Latest article