বাংলাদেশের ভূমিকম্প থেকে শিক্ষা নিয়ে এবার কলকাতায় হগ মার্কেট বা নিউ মার্কেটকে বাঁচাতে তৎপর কলকাতা পুরসভা (KMC)। তাই ভূমিকম্প প্রতিরোধে ‘সিসমিক বার’ (seismic bar) বসানোর প্রস্তুতি শুরু করা হল। এই সপ্তাহে পুরসভা ইঞ্জিনিয়াররা পুরো নিউ মার্কেট এলাকা খতিয়ে দেখবে। কাজ শুরুর জন্য তৈরি হয়ে গিয়েছে ডিপিআর (DPR–Detail Project Report)।
আরও পড়ুন-”বঙ্কিমদা আবার কী” মোদির ঔদ্ধত্যের প্রতিবাদ সৌগত রায়ের
সিঙ্গাপুর, জাপান বা মুম্বইয়ের মতো বেশ কয়েকটি জায়গায় পুরনো সরকারি-বেসরকারি বহুতলে ‘সিসমিক বার’ বসাতে হয়। এই প্রযুক্তির উদ্দেশ্য হল ভূমিকম্পের ধাক্কা সামলে বিল্ডিংয়ের কাঠামোকে স্থিতিশীল রাখা। এই অবস্থায় নিউ মার্কেটের মতো দেড়শো বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মার্কেটের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় বলেই মনে করছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে, এই বিষয়ে দ্রুত পুর কমিশনার সুমিত গুপ্তার সঙ্গে আলোচনা করা হবে। নিউ মার্কেট এলাকায় সারা বছর ধরেই দেশ-বিদেশের পর্যটকরা ভিড় জমান। তাই এই বাজারকে বাঁচিয়ে রাখতে হেরিটেজ কমিটিও সক্রিয়। জানা গিয়েছে, পুর ও নগরোন্নয়ন দফতর নিউ মার্কেটে সিসমিক বার বসানোর জন্য বিশেষ বাজেট বরাদ্দ করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপকদের পরামর্শে নিউ মার্কেটে ভূমিকম্প প্রতিরোধী তার বসানোর কাজ শুরু হবে। সামনের রাস্তার দুই ধার দিয়ে মাটি খুঁড়ে এই বিশেষ তার বসানো হবে। বাজারের প্রতিটি দোকানের ধারকে ওই তারের সঙ্গে যুক্ত করা হবে। স্বাভাবিকভাবেই এর ফলে গোটা কাঠামো আরও মজবুত হয়ে উঠবে এবং অনেকাংশেই ভূমিকম্পের ধাক্কা সামলাতে সক্ষম হবে।
আরও পড়ুন-৩০ কোটি টাকা প্রতারণা মামলায় সস্ত্রীক বিক্রম ভাট গ্রেফতার
প্রসঙ্গত, কাজের সময় কিছু দোকান সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। তাই নিউ মার্কেট ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে কাজ করা হবে বলেই পুরসভা সূত্রে খবর।

