সংবাদদাতা, রামপুরহাট : ‘‘স্বনির্ভর গোষ্ঠীর পণ্য বাজারজাত করার থেকে অনলাইনে সহজলভ্য হবে।’’ রামপুরহাট পুরমাঠে বীরভূম জেলা সবলা মেলা ২৩-২৪ উদ্বোধন করতে এসে এভাবেই আশার কথা শোনালেন স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা। ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। খোলা থাকবে বেলা দুটো থেকে রাত ন’টা। মেলায় তালপাতার ফুল থেকে খাদ্যদ্রব্যের ৩০টি স্টল আছে। বীরবাহা ছাড়াও ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ অসিত মাল, সাংসদ শতাব্দী রায়, জেলাশাসক বিধান রায় প্রমুখ।
আরও পড়ুন-পাকিস্তানে খু.ন একই পরিবারের ১১ জন, কারণ নিয়ে ধোঁয়াশা
বীরবাহা বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দফতরের উদ্যোগে বীরভূম জেলা সবলা মেলার মাধ্যমে মেয়েরা এগিয়ে আসুক। এক সময় ভাবা হত মেয়েরা অবলা। আমাদের মুখ্যমন্ত্রী মেয়েদের ভাবতে শিখিয়েছেন তারা ‘সবলা’। স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা বিভিন্ন জিনিস বানাচ্ছেন। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন এই দফতরের মাধ্যমে সেই পণ্য বাজারজাত করতে, যাতে মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারে। মহিলারা এগিয়ে এলে সংসার এগিয়ে যাবে। সমাজ ভাল জায়গাই থাকবে। সুস্থ সমাজ গড়ে উঠবে।
আশিস বলেন, বিরোধীরা মেলা-খেলা নিয়ে থাকি বলে উপহাস করলেও এতে সাধারণ মানুষের রুজি-রোজগার বাড়ে। রামপুরহাট বইমেলায় ৮৩ লক্ষের বেশি বই বিক্রি হয়েছে।
আরও পড়ুন-বিজেপিকে হারাতে না পারলে দেশ বাঁচবে না, মানুষও : ঋতব্রত
লাভপুর থেকে সংবাদদাতা জানাচ্ছেন : লাভপুরে আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি জাহের থান উদ্বোধন করেন বীরবাহা। বলেন, মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের জন্য যা করেন, যা ভাবেন তা গোটা দেশের কাছে একটি দৃষ্টান্ত।