মলের পাশে স্বনির্ভর গোষ্ঠীর স্টল

কর্পোরেশনের এই উদ্যোগে বেজায় খুশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তাঁরা বলছেন, এবছরই প্রথম হাওড়া কর্পোরেশনের তরফে এমন উদ্যোগ নেওয়া হল।

Must read

সংবাদদাতা, হাওড়া : স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিক দিক দিয়ে আরও স্বাবলম্বী হওয়ার পথ খুলে দিল হাওড়া কর্পোরেশন। এবছর দুর্গাপুজোয় শহরের বড় পুজোমণ্ডপগুলিতে থাকছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিজস্ব স্টল। হাওড়া পুরনিগমের তরফে এই ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন শপিং মলের সামনে তাদের স্টলের ব্যবস্থাও করে দেওয়া হবে। পাশাপাশি যেসব স্বনির্ভর গোষ্ঠী ভাল কাজ করবে তাদের কর্পোরেশনে কিংবা বিভিন্ন বরো অফিসে ক্যান্টিন চালানোর বরাতও দেওয়া হবে। কর্পোরেশনের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিক দিক দিয়ে আরও সুদৃঢ় করতে এমনটাই সিদ্ধান্ত নিল হাওড়া কর্পোরেশন।

আরও পড়ুন-শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের আন্তর্জাতিক সম্মান

এই ব্যাপারে সোমবার পুরনিগমের আধিকারিকদের নিয়ে সোমবার একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি। সেখানেই ঠিক হয় পুরনিগমের অধীনে থাকা ২১৮টি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে যারা ভাল কাজ করছে তাদের এবারের দুর্গাপুজোয় স্টল দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর কাজ খতিয়ে দেখে হাওড়া কর্পোরেশনের তরফে ‘ডাটা ব্যাঙ্ক’ তৈরি করা হচ্ছে। এরপর সেখান থেকে উত্তর হাওড়া, মধ্য হাওড়া, শিবপুর ও দক্ষিণ হাওড়া এলাকার সমস্ত বড় পুজোগুলিতে তাদের স্টলের ব্যবস্থা করে দিতে উদ্যোগী হবে হাওড়া কর্পোরেশন। এর মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, খাবারদাবার, খেলনা, জামাকাপড়-সহ বিভিন্ন সামগ্রী থাকবে। এক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিজেদের এলাকার বড় বড় পুজোগুলিতেই স্টলের ব্যবস্থা করে দেওয়া হবে। অন্তত ৫০টি পুজোয় এবার তাঁদের স্টল থাকবে।

আরও পড়ুন-বিশ্বভারতীতে পালিত হল না হিগস বোসন-কণা আবিষ্কার

সেইসঙ্গে সমস্ত শপিং মলের সামনে, শরৎ সদন চত্বরেও তাদের স্টলের ব্যবস্থা করে দেবে হাওড়া কর্পোরেশন। আগামী দিনে কর্পোরেশনের অফিসেও তাদের ক্যান্টিন চালানোর বরাত দেওয়া হবে। কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি জানান, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দিয়ে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক তৈরি করতে বলেছেন। সেই অনুযায়ী ইতিমধ্যেই কর্পোরেশন এলাকার সমস্ত স্কুলের পড়ুয়াদের পোশাক তৈরির বরাত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দেওয়া হয়েছে। এবার তাদের আর্থিক দিক আরও সচ্ছল করতে শহরের বড় বড় দুর্গাপুজোর মণ্ডপ, শপিং মলগুলির সামনে তাদের স্টলের ব্যবস্থা করে দেওয়া হবে। সেখানে তাঁদের তৈরি সামগ্রীর পসরা সাজিয়ে বসতে পারবেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এর ফলে তাঁদের অর্থনৈতিক অবস্থা আরও মজবুত হবে।’’ কর্পোরেশনের এই উদ্যোগে বেজায় খুশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তাঁরা বলছেন, এবছরই প্রথম হাওড়া কর্পোরেশনের তরফে এমন উদ্যোগ নেওয়া হল।

Latest article