প্রতিবেদন : স্বনির্ভর গোষ্ঠীর (Self-help groups) মহিলাদের স্থায়ী আয়ের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার বড় উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। এবার থেকে কলকাতা পুলিশ, সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের পোশাক বা ইউনিফর্ম তৈরির বরাতও দেওয়া হবে শহরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। এর ফলে তাঁদের আয়ের একটা স্থায়ী উৎস হবে। নতুন অর্থবর্ষ থেকেই এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ (সমাজকল্যাণ ও নগর দারিদ্র দূরীকরণ) মিতালি বন্দ্যোপাধ্যায়। কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ছড়িয়ে রয়েছে কয়েকশো স্বনির্ভর গোষ্ঠী। যেখানে যুক্ত রয়েছেন কয়েক হাজার মহিলা। পুরসভার সমাজকল্যাণ ও নগর দারিদ্র দূরীকরণ বিভাগের নিয়ন্ত্রণাধীন এই স্বনির্ভর গোষ্ঠীগুলিতে মহিলাদের প্রধানত সেলাই, নার্সিং, রান্নাবান্না, গাড়ি চালানো-সহ একাধিক কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমানে রাজ্য সরকারি স্কুলগুলির ইউনিফর্ম তৈরি বরাত রয়েছে এই স্বনির্ভর গোষ্ঠীগুলির (Self-help groups) কাছে। এখান থেকে তাঁদের একটি ব়ড় অঙ্কের আয় হয়। কিন্তু তাঁদের আয় আরও বাড়াতে এবং একটি স্থায়ী আয়ের উৎস তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই এবার থেকে কলকাতা পুলিশ ও শহরের সবক’টি সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের পোশাক তৈরি করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বর্তমানে প্রায় ৩৫ হাজার কর্মী রয়েছেন কলকাতা পুলিশের আওতায়। ফলে শুধুমাত্র পুলিশ কর্মীদের ইউনিফর্ম বানানোর বরাত পেলেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিপুল আয় বাড়বে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- ইন্ডিয়া জোটের আহ্বায়ক হতে পারেন নীতীশ