কালীঘাটে মৃতদেহ নিয়ে বিক্ষোভ, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা

Must read

সদ্য বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তবে রাজনীতির ময়দানে তাঁর পূর্বসূরী দিলীপ ঘোষের পথেই যে তিনি হাঁটতে চলেছেন, সেটা বুঝিয়ে পদে পদে বুঝিয়ে দিচ্ছেন সুকান্ত। মৃত্যু নিয়েও রাজনীতি করছেন তিনি। গতকাল সন্ধেয় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ দেখান রাজ্য বিজেপির নবনিযুক্ত সভাপতি।

আরও পড়ুন-গেট খুললে উঠে যাবে বিজেপি

দলের এক নেতার মৃতদেহ নিয়ে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। রাস্তা আটকে সমর্থকদের নিয়ে বসে পড়েন সুকান্ত। বৃষ্টিস্নাত কলকাতায় সন্ধের সময় অফিস ফেরৎ যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন। সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, জ্যোতির্ময় সিং মাহাতো, বারাকপুরের সাংসদ অর্জুন সিংরাও। মৃত বিজেপি নেতার দেহ নিয়ে বিক্ষোভের জেরে নবনিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কালীঘাট থানার পুলিশ।

ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় কালীঘাটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির এলাকা অর্থাৎ হাই সিকিউরিটি জোনের নিরাপত্তা বজায় রাখা কার্যত কঠিন হয়ে ওঠে। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।

Latest article