জাতীয়

আত্মপ্রচার প্রধানমন্ত্রীর, ওয়াকআউট বিরোধীদের

সুদেষ্ণা ঘোষাল দিল্লি: অ্যাজেন্ডায় নেই। তবুও লোকসভায় আচমকাই ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী। আত্মপ্রচারের ঢাক বাজাতে গিয়ে বিরোধীদের তুমুল আক্রমণের মুখে পড়লেন মোদি। অদ্ভুত ব্যাপার, প্রয়াগরাজে মহাকুম্ভের সাফল্যের কাহিনি ফুলিয়ে-ফাঁপিয়ে বলে চললেও পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু নিয়ে একটি বাক্যও খরচ করলেন না মোদি। এই প্রসঙ্গে লজ্জাজনকভাবে নীরবই থাকলেন তিনি।
প্রচারের যে কোনও সুযোগের সদব্যবহার করার সময়ে বিন্দুমাত্র ইতস্তত করেন না তিনি৷ এই লক্ষ্যে সংসদীয় রীতিকে ভেঙে চুরমার করতেও তিনি পিছপা হন না৷ মঙ্গলবার ঠিক এই ঘটনাই ঘটল লোকসভায়, যেখানে পূর্ব নির্ধারিত এজেন্ডার কোথাও তাঁর ভাষণের উল্লেখ না থাকলেও লোকসভায় উপস্থিত হয়ে প্রয়াগরাজের মহাকুম্ভর জয়গান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মহাকুম্ভর জয়গান করতে গিয়ে একবারের জন্যও কুম্ভ চলাকালীন পদপিষ্ট হয়ে প্রাণ হারানো ৩০ জনের মৃত্যুর ঘটনা নিয়ে কোনও কথাই বললেন না প্রধানমন্ত্রী৷ মৃতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানালেন না কোনও সমবেদনা৷ প্রধানমন্ত্রীর এহেন নির্লজ্জ বয়ানের পরেই ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল কংগ্রেস সহ গোটা বিরোধী শিবিরের সাংসদরা৷ প্রথমে লোকসভার ওয়েলে নেমে প্রতিবাদ করেন তাঁরা৷ এই প্রতিবাদে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ ওয়েলে দাঁড়িয়েই মোদি তুম শর্ম করো, তানাশাহি নেহি চলেগি স্লোগান তোলেন তিনি৷ তাঁকে অনুসরণ করেন বিরোধী শিবিরের অন্যান্য সাংসদরাও৷ বিরোধী সাংসদরা একজোট হয়ে লোকসভার স্পিকারের কাছে জানতে চান, সংসদের এজেন্ডায় না থাকলেও কিভাবে এদিন লোকসভায় কুম্ভ মেলা নিয়ে বক্তব্য রাখতে দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ কেন প্রধানমন্ত্রী কুম্ভে পদপিষ্ট হয়ে মৃতদের সম্মান জানালেন না৷ এর উত্তরে দেওয়া সাফাইয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা দাবি করেন, সংসদের রুল ৩৭২ অনুযায়ী যে কোনও বিষয়ে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী৷ তাঁর এই সাফাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লোকসভা থেকে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা৷ মুলতবি হয়ে যায় লোকসভা এবং রাজ্যসভা।

আরও পড়ুন-আজ শহরে বিরাট, নেটে বরুণ-হর্ষিত

এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবস্থানকে তীব্র ভাবে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস৷ এই প্রসঙ্গেই সরাসরি প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান৷ তাঁর সাফ কথা, সংসদ প্রধানমন্ত্রীর মন কি বাত নয়৷ এখানে সবাইকে বক্তব্য রাখার সুযোগ দিতে হবে৷ আসলে কুম্ভ নিয়ে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক স্তরে ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্ল ধার্য করেছেন৷ মোদি চান সব সাংসদ তাঁর বক্তব্যের তারিফ করুন৷ তিনি মার্কিন মুলুক থেকে অসম্মানজনক ভাবে ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে কোনও কথা বলেননি৷ সংসদে তিনি কোনও কথা বলেন না৷ পক্ষান্তরে প্রতি সপ্তাহেই সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

39 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago