সংবাদদাতা, দিঘা : ডলফিন (Dolphin) উদ্ধারকে কেন্দ্র করে পর্যটকদের মধ্যে তুমুল আগ্রহ সমুদ্র সৈকত দিঘায়, মঙ্গলবার দুপুরে। অনুমান, মৃত এই ডলফিনটি ইরাবতী প্রজাতির। যার আনুমানিক ওজন ৫০-৬০ কেজি। দৈর্ঘ্য প্রায় চার ফুট। মঙ্গলবার প্রথমে নিউ দিঘাতে ভেসে আসে ডলফিনটি। এরপর সমুদ্রের স্রোতে প্রথমে ব্লু ভিউ ঘাটে এবং পরে বিশ্ববাংলা গেটের কাছে ভেসে আসে ডলফিনটি।
আরও পড়ুন-৪ বছরের শিশুকন্যাই ঘুরিয়ে দিল তদন্তের মোড়, ছবি এঁকে পুলিশকে জানাল, মাকে খুন করেছে বাবাই
পচা দুর্গন্ধ কিছুটা অতিষ্ঠ হয়ে পড়েন পর্যটকেরা। তা সত্ত্বেও অনেকে ডলফিন দেখতে পেয়ে সেলফি তুলতে শুরু করেন ডলফিলকে ঘিরে। প্রাথমিকভাবে অনুমান, মাছ ধরতে যাওয়া ট্রলারের আঘাতে মৃত্যু হয়েছে এই ডলফিনের। দিঘাতে এর আগেও একইভাবে মৃত ডলফিন উদ্ধার হয়েছে। মঙ্গলবার বন আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। কাঁথির রেঞ্জ অফিসার অতুলপ্রসাদ দে জানিয়েছেন, আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ডলফিনটিকে উদ্ধার করেছে। অবস্থা খতিয়ে দেখে ময়নাতদন্ত করা হবে নাকি সিদ্ধান্ত নেওয়া হবে।