রৌনক কুণ্ডু, কোচবিহার: তরুণ ভোটারদের ভোট দিতে আরও উৎসাহ বৃদ্ধিতে লোকসভা নির্বাচনে বাড়তি পদক্ষেপ নিয়েছে কোচবিহার জেলা প্রশাসন। জেলাশাসক দপ্তরে চালু হয়েছে সেলফি জোন। এই সেলফি জোন বানানো হয়েছে কাটাউট দিয়ে৷ উপরে লেখা ভোট শক্তি, ভোট দেব, দেশ গড়ব। লোকসভা ভোট ২০২৪৷ আর নিচের দিকে লেখা আমার আছে দুই পাশে দাঁড়িয়ে দুটি মোহন বাবার ছবি। মোহন বলতে বোঝা যায় বাণেশ্বর মন্দিরের কচ্ছপদের। যাদের ভগবান হিসেবে পুজো করেন ভক্তরা। সেই মোহনকে এবছরও কোচবিহার লোকসভা নির্বাচনের মাসকট করেছে কমিশন।
আরও পড়ুন-বাংলা বলার অপরাধে ভিন রাজ্যে আক্রান্ত বাংলার শ্রমিক
মাঝে আছে বেশ ফাঁকা জায়গা যেখানে দাঁড়িয়ে অনায়াসে সেলফি এমনকী প্রায় দল বেঁধে ছবি তোলা সম্ভব। কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা জানান, এ-বছর প্রথমবার ভোট দেবেন যারা তাদের আরও যাতে উৎসাহ বাড়ে এবং তাদের দেখে অন্যরাও ভোট দিতে উৎসাহিত হন সে-ব্যাপারে নানাধরনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্রশাসন জানিয়েছে, এ-বছর লোকসভায় তরুণ ভোটার আছেন ৫৩,৮৫৪ জন। ১৯ এপ্রিল কোচবিহার লোকসভা কেন্দ্রের সাত বিধানসভায় ২০৪৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। নতুন ভোটারদের ভোটদানে আগ্রহ ও তার গুরুত্ব বোঝাতে সচেতন করতে ছবি আঁকা, কুইজ, আলোচনা, র্যালি, নাটক একাধিক উদ্যোগ নেওয়া হয় নির্বাচন কমিশনের নির্দেশে। জানা গেছে কোচবিহার জেলায় এবছর ২৪,৪৯,৩৮৩ জন ভোট দেবেন।