আলোচনা ছাড়া সিদ্ধান্ত কেন, প্রাথমিকে সেমিস্টার পদ্ধতির বিজ্ঞপ্তি নিয়ে নবান্নের প্রশাসনিক বৈঠকে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। গত ২৭ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকের পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু হবে। পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছিলেন, সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকেই তৈরি করা হবে। আর সেই কারণেই এহেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, গোটা বিষয়টা তিনি সংবাদমাধ্যম সূত্রে জানতে পেরেছেন। কেন আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হল সেই প্রশ্নও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন কোনওভাবেই প্রাথমিকে সেমিস্টার চালু হবে না। এই ঘোষণা বাতিল করতে হবে।
আরও পড়ুন- অনুপ্রবেশে সাহায্য বিএসএফ-এর একাংশের, কেন্দ্রকে চিঠি লিখবেন মুখ্যমন্ত্রী
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) ব্রাত্য বসুকে বলেন, “তোমাকে পরিষ্কার করে বলছি, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে আলোচনা করে নেবে। তোমরা কয়েকজন মিলে নিজেদের মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, অথচ আমি জানতেও পারলাম না! এটা হবে না, এখনই ওই সিদ্ধান্ত বাতিল করো।” শিক্ষামন্ত্রী জানান, এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এরপর মমতা বলেন, সাংবাদিক বৈঠক হয়ে গেছে, সংবাদমাধ্যমে তা প্রকাশিতও হয়েছে। পাবলিক আগে থেকেই জেনে গেল। যা মেসেজ যাওয়ার চলে গেছে। কিন্তু এটা হবে না। তিনি বলেন, চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে কিছু একটা বলে দিলেই সেটা কার্যকরী হবে এই নিয়ম চলবে না। কলেজের নিয়ম স্কুলে চলবে না। মুখ্যমন্ত্রীর কথায় স্কুল সংক্রান্ত কোনও পলিসির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে প্রেসকে জানানোর আগে তাঁকে জানাতে হবে। সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্তের কথাও বলেন তিনি। পাশাপাশি খবরের সত্যতা যাচাই না করে তা প্রকাশ করা নিয়ে সংবাদমাধ্যমকেও একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।