প্রতিবেদন : দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ঘোষণার পর ২৪ ঘণ্টাও কাটল না। একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা শুরু করে দিলেন জব কার্ড হোল্ডাররা। রবিবারই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কয়েকশো জব কার্ড হোল্ডার বকেয়ার দাবিতে চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আগামী ১৬ তারিখ থেকে এই চিঠি লেখা কর্মসূচি শুরু হবে। কিন্তু নেতৃত্বের নির্দেশ পেয়ে আর অপেক্ষা করতে রাজি নন প্রতিবাদীরা। তাঁরা রবিবার থেকেই চিঠি লেখার কাজ শুরু করে দিলেন। সেই সঙ্গে বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে এদিন হাতে কার্ড নিয়ে মিছিলও করেন প্রচুর মানুষ। মিড ডে মিল, আবাস যোজনা, একশো দিনের কাজের মতো একাধিক প্রকল্পের টাকা সম্পূর্ণ রাজনৈতিক কারণে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। বাংলাকে বঞ্চনার অভিযোগে প্রধানমন্ত্রীকে ১ কোটি চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই চিঠি সঙ্গে নিয়েই তিনি এই আন্দোলনকে দিল্লির বুকে নিয়ে যেতে চান। প্রয়োজনে জব কার্ড হোল্ডারদের নিয়ে গিয়ে দিল্লি অচল করারও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পাশাপাশি একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মীরা। এর পাশাপাশি এদিন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক সাংবাদিক বৈঠকে বলেন, নেতৃত্বের নির্দেশে আমরা এক কোটি চিঠি নিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি যাব। জেলার প্রতিটি বুথ থেকে প্রায় ১৫ লক্ষ দরখাস্ত সংগ্রহ করা হবে। জেলায় দলের সমস্ত বুথ সভাপতি এবং পঞ্চায়েত সদস্যরা এই দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন- দক্ষিণ দিনাজপুরে বদল তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রীর
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…