মধ্য হাওড়ায় যুব তৃণমূলের উদ্যোগে টোটোয় চেপে ঘুরে প্রতিমা দর্শন করলেন প্রবীণরা

মহাষষ্ঠীর দিন মধ্য হাওড়া যুব তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) উদ্যোগে প্রায় ৭৫ জন বয়স্ক-বয়স্কা মন্ডপে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করলেন

Must read

মহাষষ্ঠীর দিন মধ্য হাওড়া যুব তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) উদ্যোগে প্রায় ৭৫ জন বয়স্ক-বয়স্কা মন্ডপে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করলেন। টোটোয় করে তাঁদের মধ্য হাওড়ার বিভিন্ন পুজোমন্ডপে ঘুরিয়ে ঠাকুর দেখানোর ব্যবস্থা করেন যুব তৃণমূলের কর্মীরা। মধ্য হাওড়ার হালদারপাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের পুজো থেকে এদিন তাঁদের প্রতিমা দর্শন হয়।

আরও পড়ুন-দক্ষিণেশ্বরের পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে রানী রাসমণির জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র, মধ্য হাওড়া কেন্দ্র যুব তৃণমূলের সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

মধ্য হাওড়া কেনৃদ্র যুব তৃণমূলের সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় বলেন, একাকী যেসব বয়স্ক-বয়স্কাদের ছেলেমেয়েরা বিদেশে থাকেন মূলত তাঁদেরই আমরা প্রতিমা দর্শনের ব্যবস্থা করে দিয়েছিলাম। তাঁদের নতুন পোশাক পরিয়ে মন্ডপে নিয়ে গিয়ে প্রতিমা দর্শনের পাশাপাশি ইচ্ছেমতো খাবারদাবারের ব্যবস্থাও করা হয়। মধ্য হাওড়ার বিভিন্ন মন্ডপে গিয়ে আনন্দে মেতে উঠে ছেলেবেলার স্মৃতি ফিরে পান তাঁদের অনেকেই।’ ‘মায়ের চোখে মাতৃদর্শন’ শীর্ষক যুব তৃণমূলের এই কর্মসূচিতে শহরের বড় পুজোগুলি চাক্ষুষ করে বেজায় খুশি ওইসব প্রবীণ-প্রবীণারা।

Latest article