পাড়া শিবিরে প্রবীণ বাম নেতার গলায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা

রাজ্যের বিভিন্ন অঞ্চলের মতোই পশ্চিম মেদিনীপুরের (Midnapore) সবংয়ের বিভিন্ন বুথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির সংগঠিত হচ্ছে।

Must read

সংবাদদাতা, সবং : রাজ্যের বিভিন্ন অঞ্চলের মতোই পশ্চিম মেদিনীপুরের (Midnapore) সবংয়ের বিভিন্ন বুথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির সংগঠিত হচ্ছে। এই ক্যাম্পে সর্বস্তরের সব রাজনৈতিক দলের মানুষ উপস্থিত হয়ে তাঁদের মতামত এবং পরামর্শও জানাচ্ছেন। ১১ নম্বর মহোড় অঞ্চলের দীর্ঘদিনের সিপিএম নেতা ক্ষুদিরাম সিং ১৯৮৩ থেকে ১৯৯৮ দীর্ঘ ১৫ বছর অঞ্চল প্রধান ছিলেন।

আরও পড়ুন-বাজের প্রকোপ, পুজো উদ্বোধনে রাজ্যবাসীকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার তিনি কানু চক সংসদ এলাকা থেকে খাসমহল প্রাথমিক বিদ্যালয়ের পাড়া শিবিরে উপস্থিত হয়ে নিয়মানুযায়ী এলাকার সবচেয়ে প্রবীণ মানুষ হিসেবে সভাপতি হন। তাঁকে সভাপতি করে শিবিরের কাজ পরিচালনা করা হয়। সভাপতি হিসেবে ক্ষুদিরামবাবু বলেন, আমি দীর্ঘদিন প্রধান ছিলাম। মানুষের সঙ্গে কাজ করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমাদের তৎকালীন বামফ্রন্ট সরকার সাধারণ মানুষের কল্যাণে আজকের তৃণমূল সরকারের মতো সহযোগিতা করতে পারেনি বলেই মানুষ আমাদের দূরে ঠেলে দিয়েছেন। বর্তমান সরকারের প্রশংসা করে তিনি বলেন, এই সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করছে তার কোনও তুলনা হয় না। সেই জন্যই এই সরকার মানুষের কাছে একমাত্র গ্রহণযোগ্য হয়ে উঠেছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে উঠেছেন। তাঁকে ধন্যবাদ জানাই।

Latest article