প্রতিবেদন: মাত্রাছাড়া ঔদ্ধত্য বিজেপি নেতা-কর্মীদের। বিজেপি শাসিত ওড়িশায় (Odisha) আর নিরাপদ নন খোদ সরকারি আধিকারিকরাও। আমলার মুখে প্রকাশ্যে লাথি মারল বিজেপির এক স্থানীয় নেতা ও তার সাঙ্গপাঙ্গরা। ভুবনেশ্বর পুরসভায় নিজের দফতরে সব কর্মীদের সামনেই মাটিতে ফেলে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে বাইরে বার করে আনা হল ওড়িশা (Odisha) অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের আধিকারিক অতিরিক্ত কমিশনার ওএএস রত্নাকর সাহুকে। তাঁর মুখে মারা হল জুতো-লাথি। হামলাকারীদের অভিযোগ, ভুবনেশ্বর লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থীকে নাকি অপমান করেছেন ওই আমলা। ঘটনার প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখায় ওএএস আধিকারিকদের সংগঠন। বেগতিক দেখে দ্রুত পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রী মোহন মাঝির। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওড়িশার রাজধানী শহর ভুবনেশ্বরের পুরসভার একটি ভাইরাল ভিডিওয় দেখা যায়, কিছু যুবক মারতে মারতে মাটিতে ফেলে দেন রত্নাকর সাহু নামে এক আধিকারিককে। তারপর তাঁর কলার ধরে মাটিতে হেঁচড়ে দফতরের বাইরে বের করে নিয়ে যায়। তারই মধ্যে এক যুবক আধিকারিকের মুখে জুতো-সহ পা দিয়ে আঘাতও করে।
আরও পড়ুন-রোজ ট্রেন ছাড়ছে দেরিতে ক্ষুব্ধ যাত্রীরা সরব দিনহাটায়