হরিদেবপুরের মাছবাজারে যুবকের দেহ ঘিরে চাঞ্চল্য

সোমবার সকালে নির্দিষ্ট সময়ে মাছ ব্যবসায়ীরা কবরডাঙা বাজারে আসেন। তাঁরা দেখেন এক যুবক রক্তাত্ব অবস্থায় পড়ে আছেন। যুবকের দেহের চারপাশ রক্তে ভেসে যাচ্ছে।

Must read

দক্ষিণ কলকাতার হরিদেবপুরের( Haridevpur) কবরডাঙা মাছের বাজারে যুবকের দেহ ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে নির্দিষ্ট সময়ে মাছ ব্যবসায়ীরা কবরডাঙা বাজারে আসেন। তাঁরা দেখেন এক যুবক রক্তাত্ব অবস্থায় পড়ে আছেন। যুবকের দেহের চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জুতো। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে যুবকের দেহ উদ্ধার করে।
পুলিশ এসে দেহটি উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিচয় জানতে মৃতের ছবি পাঠিয়ে বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করছে হরিদেবপুর থানার( Haridevpur PS) পুলিশ। ঘটনার যৌথ ভাবে তদন্ত শুরু করছে হরিদেবপুর থানা ও লালবাজার( Lal Bazar) হোমিসাইড শাখা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

আরও পড়ুন-বেঙ্গালুরুতে মাঝরাস্তায় লিভ-ইন-পার্টনারকে পুড়িয়ে মারল ক্যাবচালক

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে খুন করা হয়েছে যুবককে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা তদন্ত করে দেখা হচ্ছে। যুবকটিকে মাছের বাজারের মধ্যেই খুন করা হয়েছে নাকি অন্যত্র খুন করে সেখানে ফেলে রাখা হয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
তদন্তকারীরা আপাতত মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছেন। তাঁর সঙ্গে কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে।

আরও পড়ুন-ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সরকারি হাসপাতালে তরুণীর দেহ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা যুবকের

এই ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। জনবহুল এলাকায় দিনের আলোয় এভাবে রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের এলাকায় পর্যাপ্ত আলো থাকে না, বাজার লাগোয়া অঞ্চলে নেশাগ্রস্তরা আসেন এমন অনেক অসাধু কারবার হয়। পুলিশের নিরাপত্তা পর্যাপ্ত নয় বলেই স্থানীয়দের অভিযোগ।

Latest article