জন্মদিনের পার্টিতে ২০ বছরের তরুণীকে গণধর্ষণ ঘিরে চাঞ্চল্য

হরিদেবপুর (Haridevpur) এলাকায় এক বন্ধুর জন্মদিনের পার্টিতে কুড়ি বছরের এক তরুণীর উপর নারকীয় অত্যাচার চলেছে বলে অভিযোগ জানানো হয়েছে

Must read

হরিদেবপুর (Haridevpur) এলাকায় এক বন্ধুর জন্মদিনের পার্টিতে কুড়ি বছরের এক তরুণীর উপর নারকীয় অত্যাচার চলেছে বলে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার পরেই হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ করেছেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পলাতক দুই অভিযুক্ত। শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকায় একটি ফ্ল্যাটে জন্মদিনের পার্টি করতে গিয়েছিলেন ওই তরুণী। তিনি অভিযোগ করেন সেখানে তিনি গণধর্ষণের শিকার হন। ৬ সেপ্টেম্বর তরুণী হরিদেবপুর থানায় এসে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন-নজিরবিহীন! সার্জারি ছাড়াই ২৩ মাসের শিশুর মেরুদণ্ডের পুঁজ সরিয়ে ফিরল জীবন

ধৃতদের মধ্যে এক যুবক প্রথম তাঁকে অন্য এক যুবকের বাড়িতে নিয়ে যান। তারপরই ধর্ষণের ঘটনা ঘটে। কিন্তু সেখানেই শেষ নয়, দীর্ঘক্ষণ নির্যাতন চালানো হয় মেয়েটির ওপর। সূত্রের খবর, ৫ সেপ্টেম্বর রাত প্রায় ১০.৪৫ নাাগাদ অভিযুক্ত চন্দন মালিক নির্যাতিতাকে দেবাংশু বিশ্বাস মালঞ্চর কাছে ওরফে দীপের বাড়িতে নিয়ে যায়। এরপর দুই অভিযুক্ত মিলে তরুণীকে মারধর করে এবং গণধর্ষণ করে। পরের দিন সকাল প্রায় ১০.৩০ টায় নির্যাতিতা দীপের বাড়ি থেকে পালিয়ে যান । পরিবারের সদস্যদের সবটা জানালে তারা পুলিশের কাছে যায়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। তরুণীর পাশাপাশি কথা বলা হচ্ছে তরুণীর পরিবারের সঙ্গেও। অভিযুক্ত দুই যুবকের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। পর পর কয়েকটা ঘটনার পর পুলিশের তরফে কোন খামতি রাখতে নারাজ শীর্ষ স্থানীয়রা।

Latest article