প্রতিবেদন: হাড়হিম হত্যাকাণ্ডের পরও নির্বিকার অপরাধীরা। সামনে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। এবার ভাইরাল হল একটি পাবে মুসকান ও সাহিলের নাচের ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গত ১৪ মার্চ হোলিতে উন্মত্ত অবস্থায় নাচানাচি করছে দু’জন। শনিবার সকালে একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে, লাল-হলুদ আবির মেখে উন্মত্ত অবস্থায় নাচছে মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লা৷ নেটিজেনদের মতে, স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে পথের কাঁটা সরানোর উল্লাসে উৎসবে মেতেছেন দু’জন। যা ঠান্ডা মাথার অপরাধমনস্কতারই নমুনা। এদিকে সৌরভ শুক্লার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, তাঁর হৃৎপিণ্ডের মাঝখানে ছুরি দিয়ে তিনবার কোপ মারা হয়। ছিন্নভিন্ন হয়ে গিয়েছে হৃৎপিণ্ড। ঘাড় বিচ্ছিন্ন হয়েছে। গোটা শরীরে অসংখ্য ছুরির কোপ। সৌরভের পেটের উপর বসে কুপিয়েছে স্ত্রী মুসকানই, বক্তব্য পুলিশের।
আরও পড়ুন-দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ণ ঘিরে জট, বিজেপির অভ্যন্তরেই দ্বন্দ্ব
উল্লেখ্য, মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত ১৪ দিন ধরে নিখোঁজ থাকার সূত্রে এই হাড়হিম করা মিরাট-কাণ্ডের সূত্রপাত৷ পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত স্ত্রী মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লা জানিয়েছে, প্রথমে সৌরভের খাবারে ঘুমের ওষুধ খাইয়ে বেহুঁশ করে তারা। তারপর ধারালো অস্ত্র দিয়ে সৌরভকে খুন করে দেহ ১৫ টুকরো করে বড় ড্রামে ভরে দেয় মুসকান ও সাহিল৷ নৃশংস ঘটনা যাতে কারও নজরে না আসে, তাই সিমেন্ট দিয়ে ড্রামের মুখ ভর্তি করে দেয় তারা৷ এরপর মুসকান তাদের পাঁচ বছরের মেয়ে পিহুকে মায়ের কাছে রেখে সাহিলের সঙ্গে মানালিতে ঘুরতে চলে যায়৷ যাওয়ার সময় বলে যায় সৌরভের সঙ্গে একান্তে সময় কাটাতে যাচ্ছে৷ এরপরই মানালিতে গিয়ে বিয়েও সেরে ফেলে ধৃত সাহিল ও মুসকান৷ পরিবার এবং পুলিশকে চোখে ধুলো দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং ছবি আপলোড করতে থাকে সৌরভের ফোন থেকে। হোটেল কর্মীদের দাবি, বেশ কয়েকদিন মানালিতে থাকলেও তারা ঘর থেকে বেরতই না। খাবারও ঘরে আনিয়েই খেত। গত ১৮ মার্চ সৌরভের ছোট ভাই রাহুল রাজপুত যখন দাদাকে খুঁজতে খুঁজতে বাড়িতে পৌঁছন, তখন সন্দেহ করেন যে দাদাকে খুন করা হয়েছে। এরপর তিনি পুলিশকে খবর দেন। সেই সূত্রেই সামনে আসে ভয়াবহ ঘটনা।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…