দালাল স্ট্রিটে ধস! ২ বছরের মধ্যে একদিনে সবচেয়ে বেশি পতন

Must read

মঙ্গলবার ভোট গণনা শুরু হতেই বাজার ব্যাপারীদের মাথায় হাত। যেখানে এক্সিট পোল প্রকাশ্যে আসার পরই সূচক ছিল ঊর্ধ্বমুখী সেখানে আজ ভোট গণনা শুরু হতেই পতন হল সূচকের। সকালে ১০টা নাগাদ ২০০০ পয়েন্ট পতন হয় সেনসেক্সের। ১১টা ১০ মিনিটে নাগাদ সেটাই বেড়ে হয় ৪,০০০ হয়। গত ২ বছরের মধ্যে একদিনে সর্বনিম্ন ধস নেমেছে শেয়ার বাজারে। সেনসেক্স (Sensex) ৩৭০০ পয়েন্ট এবং নিফটি ২২,১৪০ পয়েন্ট নেমে গিয়েছে।

আরও পড়ুন- গরমে ৭ দফার ভোট উচিত হয়নি, অবশেষে স্বীকারোক্তি

বেলা ১১টা পর্যন্ত যখন এনডিএ-ইন্ডিয়া জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তখন সেনসেক্স (Sensex) নেমে আসে ৩২০৩.৮২ পয়েন্টে। নিফটি ৯৭৩.৭০ পয়েন্ট পতন। এর মধ্যে উল্লেখযোগ্য হল, বিরোধীদের চোখে প্রধানমন্ত্রী মোদির কাছের গৌতম আদানির সহযোগী কোম্পানিগুলির বিশাল পতন হয়েছে।

লোকসভা নির্বাচনের ফলাফলের দিনের শুরু থেকেই প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ কোটি টাকা যে জলে চলে গিয়েছে ব্যাপারীদের। এখন দেখার দিনের শেষে দালাল স্ট্রিট কী বার্তা নিয়ে আসে।

Latest article