প্রথমবার সেনসেক্স পেরোল ৮৫ হাজার, ২৬ হাজারের পথে নিফটি!

Must read

প্রথমবার ৮৫ হাজার পেরিয়ে গেল সেনসেক্স সূচক। মঙ্গলবার ৯টা ২০ মিনিট নাগাদ সেনসেক্স ৮৪,৮৬০ পয়েন্টে নেমে এসেছিল এবং নিফটি ১৮ পয়েন্ট কমে ট্রেড করছিল ২৫,৯২১-এর স্তরে। তারপর সেনসেক্স ১৫০ পয়েন্ট পড়ে গিয়েছে। ৯টা ৫৫ মিনিট নাগাদ ফের সেনসেক্স ৯০ পয়েন্ট বেড়ে ট্রেড করে ৮৫,০১৭ পয়েন্টে। এই প্রথমবার সেনসেক্স ৮৫ হাজারের সীমা পেরিয়ে গেল। অন্যদিকে নিফটি ৫০ সূচক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়াল ২৫,৯৭৫ পয়েন্টে।

আরও পড়ুন- বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর, সাংসদ-বিধায়কদের তহবিলের টাকায় সংস্কারের নির্দেশ

রিপোর্ট অনুযায়ী, নিফটি-ফিফটির যে সব স্টকগুলিতে বিরাট উত্থান চোখে পড়েছে সেগুলি হল, টাটা স্টিল, পাওয়ার গ্রিড, জেএসডব্লু স্টিল। তবে কোটাক মাহিন্দ্রা, আল্ট্রাটেক সিমেন্ট, বাজাজ ফিনান্সের মতো স্টকগুলি নেগেটিভ রিটার্ন দিয়েছে।

 

Latest article