জিএসটি সিদ্ধান্তের পর হু হু করে বাড়ছে সেনসেক্স-নিফটি!

Must read

ট্রাম্পের শুল্কবোমাকে পিছনে ফেলে এগিয়ে গেল দেশের শেয়ার বাজার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট বাড়ে সেনসেক্সের সূচক তবে প্রতিবেদন লেখার সময় সেনসেক্স (Sensex) ৪৫৫ পয়েন্ট বেড়ে ৮১ হাজারের ওপরেই ঘোরাফেরা করছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটির সূচকও বেড়েছে ১২১ পয়েন্ট ১৬টি গুরুত্বপূর্ণ সেক্টরের অধিকাংশই লাভে চলছে। জিএসটি সংস্কারের বড় প্রভাব পড়েছে স্টক মার্কেটে আন্তর্জাতিক বাজারে ডলারের তুলনায় ১৭ পয়সা বাড়ল টাকার দাম

আরও পড়ুন-শিক্ষক দিবসে ৭৩ শিক্ষককে শিক্ষারত্ন পুরস্কার, সেরার তালিকায় এগিয়ে রামকৃষ্ণ মিশন

৩০টি শেয়ারের সেনসেক্স (Sensex) সূচকের মধ্যে বৃহস্পতিবার সবথেকে বেশি দাম বাড়তে দেখা গিয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, হিন্দুস্তান ইউনিলিভার, আলট্রাটেক সিমেন্টের শেয়ারে। পিছিয়ে থাকা শেয়ারগুলির মধ্যে রয়েছে এনটিপিসি, ইটারনাল, টাটা স্টিল, রিলায়েন্স, আর এইচসিএল টেক। নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস সূচক আজ ০.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অটো সূচক ২.২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যান্য মুনাফাকারী সূচকের মধ্যে রয়েছে এফএমসিজি, ফিনান্সিয়াল সার্ভিসেস ও ব্যাঙ্ক সূচক যা ১.৫১ শতাংশ ও ১.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মেটাল সূচক যদিও আজ ০.৩৯ শতাংশ হ্রাস পেয়েছে।

Latest article