মার্কিন প্রেসিডেন্টের শুল্ক স্থগিত হতেই শেয়ারবাজারে ঝড়। বাড়ছে সেনসেক্স (Sensex) এবং নিফটি-র সূচক। সকাল পৌনে বারোটায় সেনসেক্স উঠে যায় ১৫৪১ পয়েন্ট। নিফটি ৫০-র পয়েন্ট ওঠে প্রায় ৫০০-র কাছাকাছি। তবে দিনের শুরুতে দিনের শুরুতে টিসিএস-সহ আইটি সেক্টরের স্টকের দাম নিম্নমুখী ছিল। একাধিক ফার্মা সংস্থার স্টক ঊর্ধ্বমুখী।
আরও পড়ুন- ১৮ দিনের এনআইএ হেফাজত রানার! চলছে জিজ্ঞাসাবাদ
এদিকে এশিয়ার শেয়ার বাজারে নেমেছে ধস। জাপানের নিক্কেই ২২৫ ইনডেক্সে ৫.৬ শতাংশ পতন হয়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি ১.৬ শতাংশ পতন হয়েছে। আপাতত ৯০ দিনের জন্য রেসিপ্রোকাল ট্যারিফ স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সিদ্ধান্তের পরই চাঙ্গা ভারতের শেয়ার বাজার।