প্রতিবেদন : বিদেশে বসবাসকারী এ-রাজ্যের নাগরিকদের আলাদা পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম পর্বে ৪৫ জন প্রবাসী বাঙালিকে এই পরিচয়পত্র— আপন বাংলা কার্ড দেওয়া হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি ভাষাদিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘আপন বাংলা’ পোর্টালের সূচনা করেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী এ-রাজ্যের মানুষ এই পোর্টালে নাম নথিভুক্ত করে ওই বিশেষ পরিচয়পত্র পেতে পারেন।
আরও পড়ুন-কুকীর্তি ঢাকতে বিরোধী দলনেতার মিথ্যাচার
তাঁরা যদি কোনও বিপদে পড়েন, তাহলে তাঁদের সঙ্গে সহজেই রাজ্যের প্রতিনিধিরা যোগাযোগ করতে পারবেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত তিন মাসে প্রায় ৩৬ হাজার প্রবাসী বাঙালি এই পোর্টালের মাধ্যমে নানা তথ্য আদানপ্রদান করেছেন। নাম নথিভুক্ত করেছেন ৮২ জন। প্রথম পর্যায়ে তাঁদের মধ্যে ৪৫ জনকে কার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি এই কার্ডের সুবাদে বাণিজ্য সম্মেলনগুলিতে শামিল হতে পারবেন প্রবাসী বাঙালিরা। এজন্য রাজ্যে বিদেশি বিনিয়োগ বাড়বে।