এবার অবসর, ইঙ্গিত সেরেনার

টরেন্টোয় ন্যাশনাল ব্যাঙ্ক ওপেনের মেয়েদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে সেরেনা ৬-৩, ৬-৪ সেটে হারিয়েছেন স্পেনের নুরিয়া দিয়াজকে।

Must read

টরেন্টো, ৯ অগাস্ট : অবশেষে খরা কাটল। দীর্ঘ ১৪ মাস পর কোনও টুর্নামেন্টে সিঙ্গলস ম্যাচ জিতলেন সেরেনা উইলিয়ামস! টরেন্টোয় ন্যাশনাল ব্যাঙ্ক ওপেনের মেয়েদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে সেরেনা ৬-৩, ৬-৪ সেটে হারিয়েছেন স্পেনের নুরিয়া দিয়াজকে। শেষবার সেরেনা কোনও সিঙ্গলস ম্যাচ জিতেছিলেন ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেনে। চলতি বছরে উইম্বলডনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেলেও, প্রথম রাউন্ডেই হারমনি তানের কাছে হেরে বিদায় নিয়েছিলেন।

আরও পড়ুন-ভাংড়ার তালে শেষ কমনওয়েলথ গেমস, সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বইলেন শরত ও জারিন

তবে খরা কাটানোর দিনেই বোমা ফাটিয়েছেন সেরেনা। তাঁর বর্ণময় কেরিয়ার যে একেবারে শেষের পথে, তা পরিষ্কার জানিয়েছেন মেয়েদের টেনিসে ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা। সেরেনার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘সুড়ঙ্গ শেষের পথে আলো দেখতে পাচ্ছি। ওই আলো আমার কাছে স্বাধীনতার হাতছানি। ওখানে পৌঁছনোর জন্য তার সইছে না।” সেরেনা আরও বলেন, ‘‘টেনিসের প্রতি আমার ভালবাসা এতটুকু কমেনি। এই খেলা আমাকে দু’হাত উজাড় করে দিয়েছে। কিন্তু আমি তো আর চিরদিন খেলা চালিয়ে যেতে পারব না। কখনও না কখনও তো থামতেই হবে। তাই নিজের খেলা এখন শুধু উপভোগ করতে চাই। কোনও ধরণের টার্গেট ছাড়াই।” সেরেনা আরও বলেছেন, ‘‘আর টেনিস খেলব না, এটা ভাবলেই অবিশ্বাস্য লাগে। কিন্তু বাস্তবে প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে।”

Latest article