মারাত্মক টার্বুল্যান্সে বিপত্তি, এয়ার ইউরোপায় ওভারহেড বিনে আটকে যাত্রী, আহত ৩০

যাত্রীবোঝাই এয়ার ইউরোপা বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমান উরুগুয়ের মন্টিভিডিয়ো যাওয়ার পথে আচমকাই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে

Must read

প্রতিবেদন : মাঝ-আকাশে আচমকা বিপত্তি। যাত্রীবোঝাই এয়ার ইউরোপা বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমান উরুগুয়ের মন্টিভিডিয়ো যাওয়ার পথে আচমকাই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে। মারাত্মক টার্বুল্যান্সের জেরে আহত হন বিমানে থাকা ৩০ জন যাত্রী। তারমধ্যে গুরুতর চোট ১১ জনের। সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন-বিরোধীদের স্লোগানে ঢাকা পড়ে গেল মোদির কণ্ঠ

ব্রাজিলের রিও গ্রান্ডে দো নর্তের কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝআকাশে টার্বুল্যান্সের খবর পাওয়া মাত্রই সাও গঞ্জালো দো আমারান্তের একটি বিমানবন্দরে ওই উড়ানটির জরুরি অবতরণ করানো হয়। টার্বুল্যান্সে পড়ার পর তীব্র ঝাঁকুনির জেরে এক যাত্রী ওভারহেড বিনে আটকে যান। বিমানের মধ্যে ৩২৫ জন যাত্রী ছিলেন। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঝাঁকুনির সময় বিমানের ভিতরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক যাত্রী ওভারহেড বিনে আটকে রয়েছেন। অক্সিজেন মাস্ক মাথার উপর ঝুলছে, সিলিং প্যানেল ছিঁড়ে গিয়েছে। কোনওমতে যাত্রীকে বিন থেকে নামানো হচ্ছে। চরম আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিমানের ভিতরে। হাওয়ার গতিবেগ অত্যন্ত বেশি থাকার ফলেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে খবর।

Latest article