প্রতিবেদন: আই লিগ থ্রি-র প্লে-অফে সোমবার নতুন লড়াই ডায়মন্ড হারবার এফসি-র। প্রতিপক্ষ গোয়ার সেসা ফুটবল অ্যাকাডেমি। নৈহাটি স্টেডিয়ামে খেলা সকাল ন’টা থেকে।
মূলপর্বে প্রথম ম্যাচে কার্বি মর্নিং স্টারকে ৪-১ গোলে উড়িয়ে দাপটে শুরু করেছে কিবু ভিকুনার দল। গ্রুপ ‘এ’-তে শীর্ষে রয়েছে ডায়মন্ড হারবার। তবে গ্রুপে পাঁচটি দলই একই বিন্দুতে দাঁড়িয়ে। সবারই পয়েন্ট ৩। তাই লিগ এখন ওপেন। সোমবার সেসার বিরুদ্ধে জিতে আই লিগ টু-এ ওঠার লড়াইয়ে আরও এগিয়ে যেতে চায় ডায়মন্ড হারবার। গ্রুপের প্রথম দু’টি দল সরাসরি আই লিগ টু-এ খেলার ছাড়পত্র পাবে।
আরও পড়ুন-পুজোয় সাইবেরিয়া থেকে ঝাড়গ্রাম বেড়াতে এল পরিযায়ী পাখিরা
কোচ কিবু ও তাঁর সহকারীরা ফুটবলারদের হালকা মেজাজে রাখার চেষ্টা করছেন। দল জয়ের ছন্দে রয়েছে। তাই ফুটবলারদের মধ্যে আত্মতুষ্টি যাতে না আসে সেদিকটাও দেখছেন কোচেরা। ডায়মন্ড হারবারের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বলছেন, ‘‘গ্রুপে সব দলই একই জায়গায় দাঁড়িয়ে। সবার তিন পয়েন্ট। আমরা আগে আই লিগের দ্বিতীয় ডিভিশন নিশ্চিত করতে চাই। তারপর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল খেলার লক্ষ্যে ঝাঁপাব। তাই ম্যাচ ধরে এগোতে চাইছি। এখন সেসার বিরুদ্ধে তিন পয়েন্ট জরুরি।’’
সেসাকে সমীহ করছেন কিবুর ডেপুটি। দেবরাজের কথায়, ‘‘গোয়ার দলটি বেশ লড়াকু। প্রথম ম্যাচে জয়ের পর আগের ম্যাচে কার্বির কাছে হেরেছে সেসা। ওদের দক্ষ লেফট উইঙ্গার এবং সেন্টার ফরোয়ার্ড রয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে। টিম গেমে জোর দিচ্ছি। ছেলেরা নিজেদের সেরাটা দিয়েই জয় তুলে নেওয়ার চেষ্টা করবে।’’